উপজেলা পরিষদ মার্কেটের প্লাষ্টার খসে পড়ছে, ঘটতে পারে দুর্ঘটনা

চরভদ্রাসন (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ মার্কেটের প্লাষ্টার খসে পড়ছে ভবনের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, যে কোনো সময় ধ্বসে পড়তে পারে ভবনটি। ঘটে যেতে পারে বড় ধরনের দুর্ঘটনা। ঘটতে পারে প্রাণহানির মত ঘটনা।

ভবনটি দীর্ঘদিন ধরে সংস্কারের অভাবে জরাজীর্ণ হয়ে পড়েছে। ভবনটি এতই নড়বড়ে হয়ে পড়েছে- যেকোনো সময় ধসে প্রাণহানির আশঙ্কা করছেন স্থানীয় মানুষ ও ব্যবসায়ীরা। সংস্কারের অভাবে মার্কেটির বিভিন্ন জায়গায় ফাটলও ধরেছে। ছাদের এবং দেয়াল ও পিলারের পলেস্তারার খসে পড়েছে। বর্ষার সময় ছাদ চুয়ে পানি পড়ে।

উপজেলা পরিশদ মার্কেটের বেহাল অবস্থা, জরার্জীর্ণ ও ঝুঁকিপূর্ণ উপজেলা পরিশদ মার্কেটটি যেকোনো মুহূর্তে ধসে পড়তে পারে বলে আশঙ্কা।

ভাইরাল হওয়ার পরে কাজের চাপ বেড়েছে: মিষ্টি জান্নাত

দুই তলা মার্কেটটির ছাদ ও চারপাশের দেয়ালের বিভিন্ন অংশে পলেস্তারা খসে পড়ছে। পিলারে ধরেছে বড় বড় ফাটল। এতে যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের দুর্ঘটনা।

ওই মার্কেটের ব্যবসায়ী টিভির মেকানিক নজরুল ইসলাম জানান, দুইমাস আগে তার রুমের ছাদ থেকে বিশালাকৃতির ঢালাইসহ পলেস্তেরার একটি খণ্ড আকস্মিকভাবে মাথার সামনে খুলে পড়ে। এতে তিনি অল্পের জন্য প্রাণে রক্ষা পান, যখনই ছাদের দিকে তাকাই, তখনই ভয়ে আঁতকে উঠি। সব সময় ভয়ের মধ্যে থেকে ব্যবসা করতে হচ্ছে।

এ ব্যাপারে চরভদ্রাশন উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবুল কালাম বলেন, ভবন কি ঝুঁকিপূর্ণ জেনেও বিগত সাত আট বছর যাবত দ্বিতীয় তলায় উপজেলা প্রেসক্লাবের অফিসটি চালিয়ে আসছিলাম কিন্তু এখন পরিস্থিতি এতই খারাপ গত দুই বছর যাবত এইখানে আর কেউ অফিস করতে চায় না। যে কারণে আমাদের গুরুত্বপূর্ণ মিটিং গুলি বিভিন্ন সময় প্রেসক্লাবের বাইরেই করতে হয়। ভবনটি দ্রুত অপসারণ করে নতুন একটি ভবন নির্মাণের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

ভাতিজার হাতে চাচা খুন, আটক ২

ব্যবসায়ীরা বলছে অপরিকল্পিতভাবে নির্মাণ করায় বিভিন্ন জায়গায় ভাঙন ধরেছে।

জানা গেছে,এই উপজেলা পরিশদ মার্কেটে সাতটি মোবাইল দোকান, তিনটি টিভি মেকানিকের দোকান, দুইটি ইলেকট্রিক দোকান, একটি ফটোকপির দোকান, একটি ব্যাংক ও একটি মুদির দোকান রয়েছে। এছাড়া এই মার্কেটটির দ্বিতীয় তলায় রয়েছে একটি ডিস লাইনের অফিস এবং দুইটি প্রেসক্লাব।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...