স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যা, আসামি গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালীর সোনাইমুড়ীতে স্কুল ছাত্রীকে র্ধষণ করে হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেফতার করেছে র‍্যাব-১১

গ্রেফতার হাবিবুর রহমান (২১) উপজলোর বজরা ইউনয়িনরে ২ নম্বর ওর্য়াড রশিদপুর গ্রামের কালাগাজী গ্রামের বাসিন্দা।

বুধবার (২৬ জুন) এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে র‍্যাব-১১, পিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার গোলাম র্মোশেদ। এর আগে মঙ্গলবার (২৫ জুন) তথ্য প্রযুক্তির সহায়তায় ঢাকা খিলক্ষেত এলাকার লা মরেডিয়িান হোটেলের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।

নোয়াখালীতে আগুনে পুড়লো ৮ দোকান

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়েছে,আসামি হাবিবুর রহমান ভিকটিমের প্রতিবেশী হয়। ভিকটিম রশিদপুর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণি শিক্ষার্থী ছিলো। ভিকটিমকে স্কুলে যাওয়ার পথে প্রেম নিবেদনসহ বিভিন্ন ধরনের কুপ্রস্তাব দিয়ে আসছিলো হাববিুর। আসামরি পরিবারকে একাধিকবার বিষয়টি জানালেও আসামি পরিবার কোন প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করনি।

২০২০ সালরে ২০ জানুয়ারি ভিকটিম স্কুলে যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। এরপর একই দিনে স্থানীয়রা ভিকটিমের লাশ একটি পরিত্যক্ত বাড়ির বাগানের আমগাছের নিচে পড়ে থাকতে দেখে। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশের সুরত হাল প্রতিবেদন তৈরি করে লাশ মর্গে প্রেরণ কর।

নোয়াখালীতে ভূমি দস্যুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, ভিকটিম প্রেমের প্রস্তাবে রাজি না হলে আসামি হাবিবুর ক্ষিপ্ত হয়ে তার সহযোগীদের সাথে নিয়ে ভিকটিম স্কুল থেকে একাকী আসার পথে আসামি পূর্ব পরিকল্পিতভাবে ধর্ষণ করে শ্বাসরোধ করে হত্যা কর। এরপর স্থানীয় বেগমের পরিত্যক্ত বাড়ির পাশে লাশ ফেলে চলে যায়। এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে। তদন্তে আসামি ১৮ বছরের কম হওয়ায় মামলার বিচারিক কার্যক্রম বিজ্ঞ নারী ও শিশু নির্যাতন ট্রাইব্যুনালে হস্তান্তর হয়।

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপলো নোয়াখালী

র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী কোম্পানি কমান্ডার (ভারপ্রাপ্ত) সহকারী পুলিশ সুপার গোলাম র্মোশেদ বলেন, আসামি জামিন পেয়ে পলাতক থাকায় বিজ্ঞ আদালত গ্রেফতারি পরোয়ানা জারি করে। তথ্য প্রযুক্তির সহায়তায় র‍্যাব-১১ নোয়াখালী আভিযানিক দল পলাতক আসামিকে গ্রেফতার করে।আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সোনাইমুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...