বেনাপোল পোর্ট থানার পুলিশের বিশেষ অভিযানে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ১০ হাজার টাকা অর্থদণ্ডে সাজাপ্রাপ্ত আসামিকে আটক করা হয়েছে।
শনিবার (৪ জানুয়ারি) বেনাপোল পোর্ট থানা এলাকা থেকে সাজাপ্রাপ্ত আসামি ইনারুলকে আটক করা হয়।
আটক আসামি হলেন বেনাপোল পোর্ট থানার বালুন্ডা গ্রামের বাসিন্দা।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাসেল মিয়া জানান, তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি ছিলো। আসামিকে পুলিশি প্রহরায় আদালতে সোপর্দ করা হয়েছে।
স্বাআলো/এস