বাগেরহাটের রামপাল থানা পুলিশ গত ২৪ ঘণ্টায় বিশেষ অভিযান চালিয়ে ছয়জন গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে।
আটককৃতরা হলো, রামপাল উপজেলার উজলকুড় গ্রামের হারুন শেখ (২৫), ভাগা গ্রামের নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলার আসামি শেখ নুর ইসলাম (৩৫), কাপাসডাঙ্গা গ্রামের নুরুল ইসলাম ইজারদার (৩২), উজলকুড় গ্রামের মৃত ফজর আলীর ছেলে ইয়াছিন শেখ (৪০), সুলতানীয়া গ্রামের খালিদ হোসেন (৪০) ও বাঁশতলী গ্রামের বেল্লাল হোসেন (২২)।
রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম আশরাফুল আলম মঙ্গলবার (৭ নভেম্বর) জানান, গ্রেফতারি পরোয়ানাভুক্ত পলাতক এ আসামিদের গত ২৪ ঘণ্টায় উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। আটককৃত ছয়জনকে বাগেরহাটের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এস