বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশ অভিযান চালিয়ে দুইজন পলাতক ওয়ারেন্টেড আসামিকে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃতরা হলো, মোল্লাহাট উপজেলার ভান্ডারখোলা গ্রামের সেকেন্দার শেখ(৪২) ও চরকুলিয়া গ্রামের তুহিন আহম্মেদ(৩৪)।
শনিবার (১৮ নভেম্বর) রাতে তাদের গ্রেফতার করা হয়।
মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ জানান. শনিবার রাতে থানা পুলিশের নিয়মিত অভিযান চলাকালে গোপন খবরের ভিত্তিতে তাদের স্ব স্ব এলাকা থেকে দুইজনকে গ্রেফতার করা হয়। এদের বিরুদ্ধে আদালত কর্তৃক গ্রেফতারি পরোয়ানা রয়েছে। রবিবার বেলা ১১ টার দিকে দুই আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এসএ