নিজস্ব প্রতিবেদক: যশোরে ফুটবল খেলাকে কেন্দ্র করে ও পূর্বশক্রতার জেরে কলেজছাত্র নুর হোসেনকে ছুরিকাঘাতে করে হত্যা করা হয়েছে।
পিবিআইএর হাতে আটকের পর এমন তথ্য জানিয়েছেন এ মামলার অন্যতম প্রধান আসামি শংকরপুর চোপদারপাড়ার সাইদুল ওরফে পচা। একই সাথে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত চাকু।
এর আগে খুলনার ডুমুরিয়া এলাকার মামা বাড়ি থেকে সাইদুল ওরফে পচাকে আটক করা হয়। এঘটনায় ১০ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেছেন নুর হোসেনের মা।
পিবিআই পুলিশ সুপার রেশমা শারমিন জানান, হত্যার পরই রহস্য উদঘাটন ও আসামিদের ধরতে মাঠে নামে পিবিআই যশোরের একটি টিম। দুইদিন ধরে যশোর ও খুলনার বিভিন্ন এলাকায় তারা অভিযান চালায়। রবিবার রাতে ডুমুরিয়া এলাকা থেকে সাইদুল ওরফে পচাকে আটক করা হয়।
যশোরে কলেজছাত্রকে কুপিয়ে হত্যা
তিনি আরো জানান, আটকের পর তিনি হত্যায় জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন।
উল্লেখ, যশোর আব্দুর রাজ্জাক মিউনিসিপাল কলেজের শিক্ষার্থী নুর হোসেনকে শনিবার রাতে ছুরিকাঘাত করে হত্যা করে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে ডাক্তার খুলনায় রেফার করে। খুলনায় নিয়ে যাওয়ার পথেই মারা যান নুর হোসেন। এঘটনায় কোতোয়ালী থানায় নিহতের মা আম্বিয়া খাতুন ১০ জনের বিরুদ্ধে মামলা করেন। মামলাটির তদন্তে নামে পিবিআই।
এ মামলার পলাতক আসামিরা হলেন, চোপদারপাড়ার কানা রনি, রিয়াদ, বাধন, আশিক, পাপ্পু, আলী আহম্মেদ, মনিরুল ইসলাম, আকাশ ও সোহাগ।
মামলার তদন্ত কর্মকর্তা পিবিআই যশোরের এসআই ডিএম নুরুজ্জামান বলেন, এ মামলার অপর আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।
স্বাআলো/এস