আইন আদালত

সমাবেশে পুলিশ সদস্য হত্যায় ২ আসামি রিমান্ডে

| October 30, 2023

বিএনপির সমাবেশে পুলিশ সদস্য আমিরুল ইসলাম পারভেজকে পিটিয়ে হত্যার অভিযোগে গ্রেফতার দুই আসামির সাতদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার (৩০ অক্টোবর) সন্ধ্যায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দারের আদালত শুনানি শেষে এ আদেশ দেন।

পুলিশ সদস্য হত্যায় গ্রেফতার ২

রিমান্ডে যাওয়া আসামিরা হলেন- গাইবান্ধার পলাশবাড়ী যুবদলের আহবায়ক শামীম রেজা ওরফে শিন্টা শামীম ও সুলতান।

বাসে আগুন দেয়া যুবদলের সদস্য সচিব নয়নকে খুঁজছে পুলিশ

পুলিশ হত্যা মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সালাহ উদ্দিন কাদির সোমবার সন্ধ্যায় বলেন, গ্রেফতার দুইজনকে আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ডের আবেদন করা হয়। শুনানি শেষে আদালত তাদের সাতদিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply