নড়াইলে পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

নড়াইলে কালিয়া উপজেলায় পুলিশের কাছ থেকে হত্যা মামলার এক আসামিকে ছিনিয়ে নিয়েছে স্বজনেরা।

শনিবার (৭ ডিসেম্বর) উপজেলার চাঁদপুর এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনিয়ে নেয়া ওই আসামির নাম ছাব্বির শেখ (২৫)। তিনি কালিয়া উপজেলার চাঁদপুর এলাকার আলিম শেখের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ৮ সেপ্টেম্বর রাত ৮টার দিকে কালিয়া উপজেলার চাঁদপুর গ্রাম থেকে আরবি পড়ে রঘুনাথপুরে নিজ বাড়ি ফিরছিলেন কলেজ শিক্ষার্থী নাসিম শেখ। চাঁদপুর-রঘুনাথপুর আঞ্চলিক সড়কে দুর্বৃত্তরা এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে গুরুতর জখম করেন। পরে স্থানীয়রা উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পরে গত ২৬ সেপ্টেম্বর নাসিম শেখকে হত্যার দায়ে আটজনকে অভিযুক্ত করে বিজ্ঞ আমলি আদালতে পিটিশন দাখিল করেন মা তানিয়া সুলতানা জোনাকি। চলতি সাসের ২ ডিসেম্বর আদালতের নির্দেশে কালিয়া থানা হত্যা মামলা রুজু করেন। একপর্যায়ে গতকাল শনিবার সন্ধ্যার দিকে কালিয়া থানা পুলিশের একটি দল চাঁদপুর এলাকা থেকে হত্যা মামলার অন্যতম আসামি ছাব্বিরকে গ্রেপ্তার করে।

এ সময় তাকে হাতকড়া পরিয়ে থানায় নিয়ে যাওয়ার সময় পুলিশের পথ আটকে আসামিকে ছিনিয়ে নিয়ে যায় স্বজনরা।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম বলেন, ছিনতাই হওয়া ওই আসামি গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

এর আগে গত ২৩ নভেম্বর নড়ল সদর উপজেলার গোবরা বাসস্ট্যান্ড এলাকা থেকে এক আসামি বিল্লাল শেখকে (৫০) হাতকড়া পরা অবস্থায় ছিনিয়ে নিয়েছিল স্বজনরা। পরে গত ৬ ডিসেম্বর গাজীপুর নগরের গাছা থানার কুনিয়া তারাগাছা এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...