নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের মুজিব সড়কে লেদ মিস্ত্রি রিপন হত্যা মামলার আসামি রানাকে দুইদিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।
মঙ্গলবার (১৪ মে) সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট গোলাম কিবরিয়া এই আদেশ দিয়েছেন।
আসামি রানা যশোর শহরের খড়কি এলাকার বাসিন্দা।
যশোরে কলেজছাত্র নূর হত্যা: পচার পরে কানা রনি আটক
মামলার বিবরণে জানা গেছে, ২০২৩ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় রিপন ও তার এক বন্ধু শহরের মুজিব সড়কের পঙ্গু হাসপাতালের সামনে দিয়ে যাওয়ার সময় সন্ত্রাসী পিচ্চি রাজার নেতৃত্বে হামলার শিকার হয়। হামলাকারীরা রিপন তার বন্ধুদের ছুরিকাঘাত ও কুপিয়ে জখম করে। গুরুতর জখম রিপনকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এই ঘটনায় নিহত রিপনের মা রুপবান বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ পূর্বক অজ্ঞাতনামা আরো ৫/৭ জনের বিরুদ্ধে কোতোয়ালী থানায় মামলা করেন।
তদন্ত কর্মকর্তা পুরাতন কসবা ফাঁড়ি ইনচার্জ পুলিশ পরিদর্শক রেজাউল করিম এই মামলার আসামি রানাকে আটকের পর পাঁচদিনের রিমান্ড চেয়ে আদালতে আবেদন করেনন। শুনানি শেষে মঙ্গলবার আসামি রানাকে দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।
স্বাআলো/এস