প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা: যশোর থেকে সাজাপ্রাপ্ত পলাতক আসামি আটক

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রীর গাড়ীবহরে হামলা মামলার সাত বছরের সাজাপ্রাপ্ত আসামি ইয়াছিন আলীকে (৫৭) আটক করেছে র‌্যাব।

মঙ্গলবার (২৬ মার্চ) রাতে যশোর শহরের বেজপাড়া এলাকার শানতলা মোড় থেকে তাকে গ্রেফতার করা হয়।

আটক ইয়াছিন আলী (৫৭) সাতক্ষীরা জেলার কলারোয়া থানার তুলশীডাঙ্গা গ্রামের বাসিন্দা।

র‌্যাব-৬ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টার দিকে ইয়াছিন আলীকে যশোর শহরের বেজপাড়া এলাকার শানতলা মোড় থেকে গ্রেফতার করা হয়।

যশোরে বিএনপি নেতার চালের আড়তে যুবক খুন, আটক ১

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য আইনে একটি, হত্যাচেষ্টা একটি ও মাদক আইনে একটি মামলা বিচারাধীন রয়েছে।

পরবর্তীতে গ্রেফতারকৃত আসামিকে সাতক্ষীরা জেলার কলারোয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য, ২০০২ সালের ৩০ আগস্ট তৎকালীন বিরোধী দলীয় নেত্রী বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাতক্ষীরা জেলার কলারোয়া থানা এলাকায় পৌঁছালে কতিপয় সন্ত্রাসীরা তাকে হত্যার উদ্দেশ্যে আগ্নেয়াস্ত্র, হাত বোমাসহ তার গাড়িবহরে হামলা চালায়। এই হামলার ঘটনায় সাতক্ষীরার কলারোয়া থানায় অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনসহ অন্যান্য আইনে পৃথক তিনটি মামলা রুজু হয়। মামলাগুলোর বিচারকার্য শেষে ঘটনার সত্যতা প্রমাণিত হওয়ায় গত ১৮ এপ্রিল, ২০২৩ তারিখ সাতক্ষীরার স্পেশাল ট্রাইবুনাল-৩ এর বিজ্ঞ আদালত উক্ত হামলার সাথে জড়িত আসামিদের দোষী সাব্যস্ত করে বিভিন্ন মেয়াদে সাজা প্রদান করেন।

যশোরে ট্রেনের নিচে ঝাঁপিয়ে মা-মেয়ের আত্মহত্যা

আসামি ইয়াছিন আলী উক্ত হামলার পরিকল্পনাকারী এবং অস্ত্রসহ হামলাকারীদের মধ্যে অন্যতম। সে তার সহযোগীদের নিয়ে প্রধানমন্ত্রীর গাড়ি বহরের উপর হামলা চালায়। ফলে অনেক নেতাকর্মী গুরুতর আহত হয় এবং বেশ কয়েকটি সরকারি গাড়ি ক্ষতিগ্রস্থ হয়। প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়িবহরে মামলার ঘটনায় তিনটি মামলার মধ্যে অস্ত্র ও বিস্ফোরক দ্রব্য আইনের দুইটি মামলার ৪৮ জন আসামির মধ্যে আসামি ইয়াছিন আলীসহ মোট ৪৪ জনকে সাত বছর মেয়াদে সাজা প্রদান করা হয়। আসামি ইয়াছিন আলী আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে দেশের বিভিন্ন স্থানে দীর্ঘদিন যাবৎ পালিয়ে বেড়াচ্ছিলো। র‌্যাব-৬, যশোর ক্যাম্পের একটি আভিযানিক দল আত্মগোপনে থাকা কুখ্যাত সন্ত্রাসীদের গ্রেফতারের লক্ষ্যে অভিযান অব্যাহত রাখে। পরবর্তীতে র‌্যাবের তথ্য প্রযুক্তি ব্যবহার ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কুখ্যাত সন্ত্রাসী ইয়াছিনের অবস্থান নিশ্চিত করে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত যুবক নিহত

ঝিনাইদহের কালীগঞ্জ মোবারকগঞ্জ রেলস্টেশনের অদূরে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত...

অশ্লীল অডিও-ভিডিও ফাঁস: চৌগাছা থানার ওসি পায়েল ক্লোজড, তদন্ত কমিটি গঠন

চৌগাছা (যশোর) প্রতিনিধি: অশ্লীল অডিও-ভিডিও ফাঁসের পর যশোরের চৌগাছা...

খুলনার সন্ত্রাসী চিংড়ি পলাশ আটক

খুলনার আলোচিত সন্ত্রাসী পলাশ তালুকদার ওর‌ফে চিংড়ি পলাশ‌ ও...

অস্থায়ী পাস নিয়ে সচিবালয়ে ঢুকতে পারবেন সাংবাদিকরা

অস্থায়ী পাস নিয়ে সোমবার (৩০ ডিসেম্বর) থেকে সাংবাদিকরা সচিবালয়ে...