সাতক্ষীরায় স্কুলছাত্রকে অপহরণের পর হত্যার দায়ে আশরাফুল ইসলাম নামের একজনকে মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
সাতক্ষীরা জেলা ও দায়রা জজ চাঁদ মোহাম্মদ আব্দুল আলিম আল রাজী সোমবার (২ অক্টোবর) দুপুরে এক জনাকীর্ণ আদালতে এই রায় ঘোষণা করেন। তবে পলাতক থাকায় আসামি ইসলাম আদালতের কাঠগড়ায় উপস্থিত ছিলো না।
মৃত্যুদণ্ডের আদেশপ্রাপ্ত আসামি আশরাফুল ইসলাম সাতক্ষীরার তালা উপজেলার সুভাষিনী গ্রামের আব্দুল জলিলের ছেলে।
মামলার বিবরণে জানা যায়, সাতক্ষীরা সদর উপজেলার কুচপুকুর গ্রামের জিয়াউর রহমানের ছেলে রিয়াদ হোসেন কদমতলার একটি কিন্ডারগার্টেনের তৃতীয় শ্রেণিতে পড়তো। আশরাফুল ইসলাম মাঝেমধ্যে জিয়াউর রহমানের বাড়িতে যাতায়াত করতো। পরিচয়ের সূত্র ধরে সে জিয়াউর রহমানের মেয়েকে বিয়ে করার প্রস্তাব দেয়। কিন্তু পারিবারিকভাবে বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যাত হলে আশরাফুল প্রতিশোধ নেয়ার উপায় খুঁজতে থাকেন।
এক পর্যায়ে ২০১৩ সালের ১২ ডিসেম্বর রিয়াদকে বেড়াতে নিয়ে যাওয়ার নাম করে বাড়ি থেকে নিয়ে গিয়ে তাকে কুপিয়ে হত্যা করে। পরে মরদেহ সদর উপজেলার বলাডাঙ্গা ফুটবল মাঠে ফেলে রেখে পালিয়ে যায় আশরাফুল। পরের দিন সকালে বলাডাঙ্গা ফুটবল মাঠ থেকে রিয়াদের মরদেহ উদ্ধার করে পুলিশ। ওই দিন রাতে রিয়াদের পিতা জিয়াউর রহমান বাদী হয়ে আশরাফুল ইসলামকে আসামি করে সাতক্ষীরা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং-৩৪।
সাতক্ষীরা আদালতের সরকারি কৌশলী অ্যাডঃ আব্দুল লতিফ জানান, শিশুকে অপহরণের পর হত্যার ঘটনায় করা মামলায় আসামিকে মৃত্যুদণ্ড দেয়ায় রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।
স্বাআলো/এস