আইন আদালত

খালাস পেলেন তারেক রহমান ও ডা. জোবাইদা রহমান

ঢাকা অফিস | May 28, 2025

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডা. জুবাইদা রহমানকে খালাস দিয়েছেন হাইকোর্ট।

ডা. জুবাইদা রহমানের করা আপিল আবেদন গ্রহণ করে বুধবার (২৮ মে) বিচারপতি খসরুজ্জামানের একক বেঞ্চ এই রায় ঘোষণা করেন।

হাইকোর্টের এই রায়ের ফলে নিম্ন আদালতের দেওয়া সাজা থেকে তারা অব্যাহতি পেলেন।

এর আগে, গত বছরের ২ আগস্ট ঢাকার মহানগর সিনিয়র বিশেষ জজ আদালতের রায়ে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের এই মামলায় ডা. জুবাইদা রহমানকে তিন বছরের কারাদণ্ড এবং তারেক রহমানকে দুই ধারায় মোট নয় বছরের (ছয় ও তিন বছরের কারাদণ্ড যোগ করে) কারাদণ্ড দেয়া হয়েছিলো।

বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই সুষ্ঠু নির্বাচন হবে: তারেক রহমান

নিম্ন আদালতের এই রায়ের বিরুদ্ধে ডা. জুবাইদা রহমান হাইকোর্টে আপিল করেন। সেই আপিলের ওপর শুনানি শেষে বিচারপতি মো. খসরুজ্জামানের একক বেঞ্চ বুধবার রায় ঘোষণা করেন।

হাইকোর্ট তার রায়ে ডা. জুবাইদা রহমানের আপিল মঞ্জুর করে তাকে মামলা থেকে সম্পূর্ণ খালাস দিয়েছেন। একই আপিলের সূত্রে তারেক রহমানের দুই ধারায় দেয়া ৯ বছরের কারাদণ্ডাদেশও বাতিল (খালাস) করেছেন আদালত।

স্বাআলো/এস

Shadhin Alo