পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ গ্রামীন উন্নয়নে স্বাস্থ্যসেবাকে আরো বেগমান করার লক্ষ্যে পটুয়াখালী জেলার দুমকি উপজেলার গ্রীন স্কয়ার হসপিটাল এর কার্যক্রম পরিদর্শন করেন স্বাস্থ্য অধিদRkরের পরিচালক (প্রাইমারি হেলথ্ কেয়ার) ডাঃ তাহমিনা সুলতানা।
শনিবার (২২জুন) সকাল ১০টায় পটুয়াখালী জেলার দুমকি উপজেলার গ্রীন স্কয়ার হসপিটাল এর কার্যক্রম পরিদর্শন করেন। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বাংলাদেশ পাবিলিক সার্ভিস কমিশন এর সদস্য এবং জন প্রশাসন মন্ত্রণালয় এর সাবেক সিনিয়র সচিব ফয়েজ আহমেদ।
শাহরুখ খান ভাগ্যবান যে আমাকে চুম্বন করতে পেরেছিলো: ক্যাটরিনা
এছাড়াও অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন দুমকি উপজেলার সহকারী কমিশনার (ভূমি)নুসরাত জাহান, গ্রীন স্কয়ার হসপিটাল এর চেয়রম্যান সাবেক এসপি এস এম তালেব,পরিচালক ডাঃ রিফাহ্ তামান্না প্রমি,মেডিকেল অফিসার(এ্যানথেশিয়া) ডাঃ মেহেদী হাসান,মেডিকেল অফিসার ডাঃ জাহিদ, ৫নং কমলাপুর ইউপি চেয়ারম্যান রুবেল আহমেদ প্রমুখ।
স্বাআলো/এস/বি