জনপ্রিয় অভিনয় শিল্পী হুমায়রা হিমুর মৃত্যুর ঘটনায় তার বন্ধু অভিযুক্ত মোহাম্মদ জিয়াউদ্দিন ওরফে রাফিকে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শুক্রবার (৩ নভেম্বর) তাকে রাজধানীর বংশাল এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।
র্যাবের গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, এ ঘটনায় বিস্তারিত জানাতে বিকেল ৫টায় কারওয়ান বাজারে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
গতকাল বৃহস্পতিবার উত্তরার নিজ বাসায় জনপ্রিয় অভিনেত্রী হুমায়রা হিমু আত্মাহত্যা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। তিনি ১৯৮৫ সালের ২৩ নভেম্বর লক্ষীপুর জেলায় জন্মগ্রহণ করেন। মঞ্চনাটকে অভিনয়ের মাধ্যমে তিনি প্রথম নাট্যজগতে প্রবেশ করেন।
স্বাআলো/এসএ