শিক্ষা

একাদশে ভর্তি আবেদনের সময় বাড়লো

| June 10, 2024

ঢাকা অফিস: আসন্ন ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন গ্রহণের সময় দুইদিন বৃদ্ধি করা হয়েছে।

সোমবার (১০ জুন) এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর তপন কুমার সরকার স্বাক্ষরিত ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২৪-২৫ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনে ভর্তির জন্য প্রথম পর্যায়ে আগামী ১৩ জুন বৃহস্পতিবার রাত ৮টা পর্যন্ত আবেদন করতে পারবে শিক্ষার্থীরা। যে সকল শিক্ষার্থীর ফলাফল পরিবর্তন হবে তারাও ওই সময়ের মধ্যে আবেদন করতে পারবে।

এর আগে গত ২৬ মে থেকে একাদশ শ্রেণিতে ভর্তির আবেদন শুরু হয়। তখন আবেদনের সম্ভাব্য শেষ সময় নির্ধারণ করা হয়েছিলো ১১ জুন।

জানা যায়, এ বছর ১১টি শিক্ষা বোর্ড থেকে মোট ১৬ লাখ ৭২ হাজার ১৫৩ জন শিক্ষার্থী এসএসসি পাস করেছে। আর সারাদেশে একাদশ শ্রেণিতে ভর্তি যোগ্য আসন আছে ২৫ লাখের মতো।

স্বাআলো/এস

Debu Mallick