শিক্ষা

স্কুলে ভর্তি আবেদন শুরু, চলবে ১৪ নভেম্বর পর্যন্ত

| October 24, 2023

২০২৪ শিক্ষাবর্ষে সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদন আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) থেকে শুরু হয়েছে।

আবেদনের শেষ সময় ১৪ নভেম্বর পর্যন্ত। আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১১০ টাকা।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি) জানিয়েছে, ভর্তির আবেদন শুধু অনলাইনে পাওয়া যাবে। আর ফি শুধু টেলিটক প্রি-পেইড মোবাইল থেকে এসএমএসের মাধ্যমে প্রদান করা যাবে।

এ ক্ষেত্রে প্রার্থীরা প্রাপ্যতার ভিত্তিতে প্রতিটি আবেদনে সর্বোচ্চ পাঁচটি বিদ্যালয় পছন্দের ক্রমানুসারে নির্বাচন করতে পারবে।

পরীক্ষা নয়, এবারো স্কুলে ভর্তি লটারিতে

১৭ অক্টোবর সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থী ভর্তির আবেদনের বিজ্ঞপ্তি প্রকাশ করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর।

মাউশির সহকারী পরিচালক এস এম জিয়াউল হায়দার হেনরী বলেন, আগামী শিক্ষাবর্ষে বিভিন্ন শ্রেণিতে শিক্ষার্থীদের ভর্তির লটারি অনুষ্ঠিত হবে। এ বিষয়ে ভর্তি কমিটির একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেখানে ভর্তির আবেদনের সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply