ঢাকা অফিস: পদ্মা সেতু চালু হয়ার পর দক্ষিণের যাত্রীরা নৌপথ থেকে মুখ ফেরালেও ঈদ ঘিরে চিরচেনা ভিড় শুরু হয়েছে সদরঘাটে। ঝক্কি এড়াতে কেউ কেউ পরিবারের সদস্যদের আগেই পাঠিয়ে দিচ্ছেন।
অনেকই কেবিনের অগ্রিম টিকেট নিতে ভিড় করছেন। এখনো অগ্রিম টিকেট বিক্রি শুরু না হয়াই খালি হাতে ফিরতে হচ্ছে তাদের।
লঞ্চ মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল সালাম খান বলেন, ‘১ এপ্রিল থেকে কেবিনের অগ্রিম টিকেট বিক্রি শুরু হবে। আর ডেকের কোনো অগ্রিম টিকেট নাই। সেটা ইনস্ট্যান্ট দেয়া হয়।’
স্বাআলো/এসআর