যশোর সদরের নতুনহাট বাজারে একটি ভবন নির্মাণে ৫ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগে থানায় মামলা হয়েছে। পুলিশ ওই মামলার আসামি আলামিন সরদারকে আটক করেছে।
সোমবার (২৭ নভেম্বর) সকালে সদর উপজেলার পুলেরহাট বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আলামিন সরদার একই উপজেলার তেঘরিয়া গ্রামের বাসিন্দা।
বাদী মেহেদী হাসান তেঘরিয়া গ্রামের বাসিন্দা।
তিনি মামলায় জানিয়েছেন, তার মামা সাইদ হোসেন মালয়েশিয়ায় চাকরি করেন। সে কারণে বাদী স্ত্রী-সন্তান নিয়ে মামা বাড়িতেই বসবাস করেন। নতুনহাট বাজারে তার মামার একটি জমি আছে। সম্প্রতি ওই জমিতে মার্কেট নির্মাণ করছেন। আসামি আলামিন সরদার গত ২১ নভেম্বর রাত সাড়ে ১১টার দিকে ইমুতে কল দিয়ে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে। রাজি না হলে পরদিন ২২ নভেম্বর রাত ১১টার দিকে আবারো চাঁদাদাবি করে। রাজি না হলে তাকে খুন জখমের হুমকি দিচ্ছে।
এই ঘটনায় থানায় মামলা করা হলে পুলিশ আলামিন সরদারকে আটক করে।
স্বাআলো/এসএ