Uncategorized

বাগেরহাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ১

| October 12, 2023

বাগেরহাটের মোরেলগঞ্জে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রীকে ভয় দেখিয়ে ধর্ষণের অভিযোগে গোবিন্দ দেবনাথ (৫০) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধাবর রাতে ৯৯৯-এ নির্যাতিত কিশোরীর মায়ের ফোন পেয়ে উপজেলার রামপুর এলাকা থেকে তাকে আটক করা হয়। বৃহস্পতিবার (১২ অক্টোবর) দুপুরে ভিকটিমে মা বাদী হয়ে মোড়েলগঞ্জ থানায় একটি মামলা করেছেন।

আটক গোবিন্দ দেবনাথ মোরেলগঞ্জ উপজেলার রামচন্দ্রপুর গ্রামের মৃত মতিলাল দেবনাথের ছেলে।

কিশোরীর পরিবার জানায়, ওই কিশোরীর মা সোমবার সকালে স্বামী ও তার কিশোরী মেয়েকে বাড়িতে রেখে বড় মেয়ের বাড়িতে বেড়াতে যান। এই সুযোগে সোম ও মঙ্গলবার রাতে ঘরে একা পেয়ে গোবিন্দ দেবনাথ ওই কিশোরীকে ভয় দেখিয়ে ধর্ষণ করে। কাউকে কিছু বললে তোর মা-বাবাকে মেরে ফেলবো এই ভয় দেখিয়ে চলে আসে গোবিন্দ। বুধবার সকালে অন্যান্য দিনের মত বিদ্যালয়ে যায় ওই শিক্ষার্থী। দুপুরের দিকে শ্রেণিকক্ষে অসুস্থ হয়ে পড়ে। পরবর্তীতে শিক্ষকগণ তাকে জিজ্ঞাসা করলে তাদের কাছে ঘটনাটি বলে। এরপর বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছাত্রীর অভিভাবককে জানায়। বিকেলে ওই শিক্ষার্থীর মা ৯৯৯-এ ফোন করে গোবিন্দ দেবনাথের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করেন।

মোরেলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, এ ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন আইনে গোবিন্দ দেবনাথকে আসামি করে একটি মামলা করেছেন। বিকেলে তাকে বাগেরহাট আদালতে প্রেরণ করলে আদালতের বিজ্ঞ বিচারক তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply