আজাদুল হক, বাগেরহাট: জেলার পিরোজপুর সড়কের কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার মোড়ে বুধবার রাতে একটি পরিবহন বাসের ধাক্কায় রাস্তার পাশে দাড়িয়ে থাকা ইজিবাইকের একজন যাত্রী নিহত এবং দুইজন যাত্রী আহত হয়েছেন।
নিহত মাসুম বিল্লাহ (৪৫) পার্শ্ববর্তী মোড়েলগঞ্জ উপজেলার আমবাড়ীয়া গ্রামের আবুল বাসার হাওলাদারের ছেলে।
আহতরা হলেন, একই গ্রামের আঃ রশিদের ছেলে গোলাম মোস্তফা (৫০) ও আব্দুস সবুরের ছেলে মেহেদী হাসান (২৭)।
কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মহসীন জানান, বুধবার দিনগত রাত পৌনে ১টার দিকে বেনাপোল থেকে পিরোজপুরগামী সেভেন স্টার পরিবহনের একটি বাস কচুয়া উপজেলার সাইনবোর্ড বাজার মোড়ে রাস্তার পাশে দাড়িয়ে থাকা একটি ইজিবাইককে ধাক্কা দেয়।
এতে ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে যায় এবং ইজিবাইকে থাকা তিনজন অপেক্ষামান যাত্রী মারাত্বক আহত হয়। তিনজনকে রাতে উদ্ধার করে বাগেরহাট জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে মাসুম বিল্লাহ কে মৃত ঘোষনা করেন কর্তব্যরত চিকিৎসক। বাকী দুইজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ওই রাতেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করে।
এ দিকে রাতেই কচুয়া থানার টহল পুলিশ স্থানীয় বাধাল বাজার এলাকা থেকে পরিত্যাক্ত অবস্থায় সেভেন ষ্টার পরিবহনের ওই বাসটি জব্দ করা হয়। চালক ও হেলপার বাসটি রেখে পালিয়ে গেছে।
স্বাআলো/এস