আজাদুল হক, বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে বিশ্বরোডে দুইটি পরিবহন বাসের দুঘর্টনায় শ্রীধর গাঙ্গুলী (৪৫) নামের একজন যাত্রী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন কমপক্ষে আরো ছয় যাত্রী।
শনিবার (১৩জুলাই) সকালে খুলনা-ঢাকা মহাসড়কের ফকিরহাট উপজেলার ফলতিতা বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত শ্রীধর গাঙ্গুলী গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার দেবগ্রামের গ্রিন গাঙ্গুলীর ছেলে। তিনি ভারতীয় নাগরিক বলে পুলিশ জানতে পেরেছে। আহতদের মধ্যে গুরুতর অবস্থায় মনোয়ারা বেগম (৪৫) নামের একজন নারীকে উদ্ধার করে ফকিরহাট হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে তাকে খুমেকে নেয়া হয়েছে। আর আহত নিকলী রঞ্জন (৫০), উত্তম কুমার (৫৪), দেবদাস মন্ডল (৭৫), রিয়াদ (২৪)সহ বাকী আহত যাত্রীরা অন্যত্র চিকিৎসা নিয়েছেন। মোল্লাহাট হাইওয়ে পুলিশ ক্যাম্পের ওসি শেখ নুরুজ্জামান চানু জানান, শনিবার সকালে গোপালগঞ্জ থেকে বেনাপোলগামী রাজিব পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঘটনাস্থলে যাত্রী নামাচ্ছিলো।
এ সময়ে বিপরীত থেকে ছেড়ে আসা ঢাকাগামী দোলা পরিবহনের একটি বাস দাড়িয়ে থাকা বাসটিকে ধাক্কা দেয়। এ সময় রাজিব পরিবহন বাসের ছয় যাত্রী গুরতর আহত হন। এদের মধ্যে হাসপাতালে নেওয়ার পথে শ্রীধর গাঙ্গুলী নামের একজন যাত্রী নিহত হন।
আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোলা বাসটির চালক ও হেলপার পালিয়ে গেছে। দুর্ঘটনা কবলিত বাস দুইটিকে মোল্লাহাট হাইওয়ে থানা পুলিশ হেফাজতে নিয়েছেন বলে জানান ওসি।
স্বাআলো/এস/বি