বাগেরহাটের মোংলা উপজেলা আওয়ামী লীগ অফিস কার্যালয়ের সামনেরাস্তায় ট্রাকের চাপায় প্রাণ গেলো জহুরা বেগম (৫৫) নামে এক বৃদ্ধার।
সোমবার (২ অক্টোবর) বিকেল সাড়ে ৩টার দিকে। নিহত জহুরা বেগম বাগেরহাটের রামপাল উপজেলার গৌরম্ভা গ্রামের আহাম্মদ শেখের মেয়ে। মোংলায় ভিক্ষাবৃত্তি করে বেঁচে ছিলেন।
মোংলা থানার ওসি সামছুদ্দিন জানান, জহুরা বেগম ভিক্ষাবৃত্তি শেষে মোংলা পৌর শহরের উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনের রাস্তা পার হতে গেলে একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ভিক্ষুক জহুরা বেগমের মাথা ও শরীরের বাম পাশ থেতলে গিয়ে গুরুতর আহত হন। খবর পেয়ে থানার এসআই ফরুক সঙ্গীয় ফোর্স নিয়ে তাকে উদ্ধার করে মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ট্রাকচালক ঘটনার পর ট্রাক রেখে পালিয়ে যায়। পরে ট্রাকটি জব্দ করা হয়েছে। এ ঘটনার পরবর্তী আইনানুগ কার্যক্রম চলমান রয়েছে।
স্বাআলো/এসএস