লেবুতলায় চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে আনন্দ মিছিল করেছেন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা।

যশোর-৩ আসনের সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের নির্দেশে বুধবার (১৫ নভেম্বর) রাতে তফসিল ঘোষণার পরই ইউনিয়ন আওয়ামী লীগের কার্যালয়ের সামনে মিছিলটি বের হয়। তারপর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে আনন্দ মিছিল হয়।

আলীমুজ্জামান মিলনের নেতৃত্বে মিছিলে অংশ নেন, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বাহাউদ্দিন মাস্টার, সাবেক ইউপি চেয়ারম্যান ওয়াজির আলী, রেজাউল ইসলাম রেজা, মুক্তিযোদ্ধা কমান্ডার ইসাহক আলী, ইউনিয়ন যুবলীগের আহবায়ক জহুরুল ইসলাম, যুগ্ম-আহবায়ক খায়রুল ইসলাম, সদস্য মঈন উদ্দিন, রবিউল গাজী, আওয়ামী লীগ নেতা মুনতাজ আলী, নিমাই ঘোষ, মোরশেদ আলী, ইউপি সদস্য জাকির হোসেন, আকরাম হোসেন, যুবলীগ নেতা সুমন হোসেন, নাজমুল হোসেন, রনি হোসেন, জসিম হোসেন ও ছাত্রলীগ নেতা বাপ্পি হোসেন প্রমুখ।

এর আগে, রাত ৭টায় জাতির জাতির উদ্দেশে দেয়া ভাষণে আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনী প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ৭ জানুয়ারি।

স্বাআলো/এসএ

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিকে শর্ত আরোপ

বেনাপোল বন্দর দিয়ে পণ্য রফতানিতে নতুন শর্ত জারি করা...

ধেয়ে আসছে শৈত্যপ্রবাহ, থাকবে যতদিন

আবারো আসছে হাড়কাঁপানো শীত। আগামীকাল বুধবার (৮ জানুয়ারি) সারাদেশে...

যশোরে গাছের ডাল কাটতে গিয়ে ব্যবসায়ীর মৃত্যু

যশোর সদরের রুপদিয়ার বিলপাড়ায় কড়াই গাছের ডাল কাটার সময়...

থানা থেকে লুট হওয়া রাইফেল মিললো খাল পাড়ে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সোনাইমুড়ী থানা পুলিশের লুট হওয়া...