ঢাকা অফিস: স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী তাজুল ইসলাম বলেছেন, আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নিরাপদ ও নির্বিঘ্ন করতে এবার সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না।
২য় দিনে ফের সড়ক অবরোধ অটোরিকশা চালকদের
বৃহস্পতিবার (৩০ মে) সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় সভা শেষে তিনি এসব কথা বলেন, ঈদ উপলক্ষে পশুর হাট ব্যবস্থাপনা, নির্দিষ্ট স্থানে পশু কোরবানি বাস্তবায়ন ও পশুর বর্জ্য ব্যবস্থাপনার সার্বিক প্রস্তুতি পর্যালোচনার লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়।
কুমিল্লায় সড়কে ঝরলো ৫ প্রাণ
তিনি বলেন, আসন্ন ঈদুল আজহায় সড়ক ও মহাসড়কে পশুর হাট বসানো যাবে না। স্বাভাবিক যান চলাচল ব্যহত করে পশুর হাট হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে। এছাড়া, গাবতলীতে ও আমিন বাজারে সড়কে কোনোভাবেই পশুর হাট বসানো যাবে না। এবারও ঈদের ২৪ ঘণ্টার মধ্যেই বর্জ্য অপসারণ করবে দুই সিটি করপোরেশন বলে জানান তিনি।
স্বাআলো/এস