জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম: বন্যায় ৩৪১টি শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠদান সাময়িক বন্ধ ঘোষণা করা হয়েছে। রবিবার (৭ জুলাই) গণামধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন জেলা শিক্ষা কর্মকর্তা শামসুল হক।
তিনি বলেন, ‘বন্যার পানি উঠার কারণে ১২১টি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও মাদ্রাসায় পাঠদান সাময়িক বন্ধ করা হয়েছে। বন্যা কবলিত নয়, এমন সব শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রয়েছে।’
জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নবেজ উদ্দিন বলেন, ‘নয় উপজেলায় বন্যায় প্লাবিত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৫৩টি। এর মধ্যে, পাঠদান বন্ধ রয়েছে ২২০টির।
শিক্ষাপ্রতিষ্ঠানে চলমান ছুটি কমতে পারে
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার বলেন, জেলার বন্যা পরিস্থিতি মোকাবিলায় ৩শ ১৭ মেট্রিক টন চাল, ২১ লাখ ৮৫ হাজার টাকা ও ১৯ হাজার ৩০ প্যাকেট শুকনো খাবার বরাদ্দ দেয়া হয়েছে।
স্বাআলো/এস/বি