শিগগিরই চিনি-তেলের দাম কমানোর ঘোষণা আসছে

শিগগিরই আরেক দফা ভোজ্য তেল ও চিনির দাম কমানোর চিন্তা করছে সরকার। এক-দুই দিনের মধ্যে এ বিষয়ে ঘোষণা আসতে পারে বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গত শুক্রবার নিজ বাসভবনে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান ও বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের সঙ্গে বৈঠক করেছেন। সভায় নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্যের দাম নিয়ন্ত্রণে রাখা নিয়ে দীর্ঘ সময় আলোচনা হয়।

চিনি ও সয়াবিন তেলের শুল্কহার পর্যালোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে সভায় জানানো হয়। রবিবারের মধ্যে এ বিষয়ে এনবিআরের সিদ্ধান্ত জানানোর কথা ছিলো। কিন্তু, সোমবার পর্যন্ত সে সিদ্ধান্ত জানা যায়নি। আগামী দুই-এক দিনের মধ্যে এ বিষয়ে সরকারের একটি সিদ্ধান্ত জানা যাবে।

গত মাসে সরকার প্রথমবার ডিম, আলু, পেঁয়াজসহ ছয়টি পণ্যের দাম নির্ধারণ করে।

বাণিজ্য মন্ত্রণালয় বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ৫ টাকা কমিয়ে ১৬৯ টাকা নির্ধারণ করে দেয়। অবশ্য, ভোজ্যতেল বেশিরভাগ সময় নির্ধারিত দরে বিক্রি হয়। কিন্তু, চিনিতে দর মানা হয় না। এখন প্রতি কেজি খোলা চিনির নির্ধারিত দর ১৩০ টাকা। বাজারে প্রতি কেজি চিনি বিক্রি হচ্ছে ১৩৫ থেকে ১৪০ টাকায়। কোনো কোনো জায়গায় তা ১৫০ টাকার বেশি দরে বিক্রি হচ্ছে।

স্বাআলো/এসএস

Leave a Reply