বাগেরহাটে আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ১১

বাগেরহাটের ফকিরহাটে আবাসিক হোটেলে অসামাজিক কাজে জড়িত থাকার অভিযোগে হোটেলের ম্যানেজার ও তিন নারীসহ ১১ জনকে আটক করেছে পুলিশ।

রবিবার (১৯ নভেম্বর) উপজেলার স্বপ্নবিলাস আবাসিক হোটেল থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার (সার্কেল) রবিউল ইসলাম শামীমের নেতৃত্বে রবিবার দুপুরে পুলিশের একটি দল ওই হোটেলে অভিযান পরিচালনা করেন। এ সময় হোটেলের বিভিন্ন কক্ষ থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে দীর্ঘদিন ধরে ফকিরহাট কাটাখালী স্বপ্নবিলাস হোটেলে এ ধরনের অনৈকিত কার্যকলাপ চলে আসছে। এমন খবর পেয়ে এদিন ওই হোটেলে অভিযান পরিচালনা করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, খুলনা ডুমুরিয়ার গজেন্দ্রপুর গ্রামের হোটেল ম্যানেজার জলিল গাজী (৩৪), ফকিরহাটের টাউন-নওয়াপাড়া গ্রামের সাগর বিশ্বাস (২০), দৌলতপুরের পাবলা গ্রামের তৌহিদুল ইসলাম (২৬), গোপালগঞ্জ কোটালীপাড়ার হীরন গ্রামের মিজান ফকির (২৩), রূপসার খাজাডাঙ্গা গ্রামের তুহিন শেখ (২৩), রূপাসার ঘাটভোগ গ্রামের হীরক শিকদার (৩০), কোটালীপাড়ার বর্ষাপাড়া গ্রামের শরিফুল শেখ (২০), ফকিরহাটের বালিয়াডাঙ্গা গ্রামের মুরাদ শেখ (৪৫), পিরোজপুরের দুর্গাপুর গ্রামের মুন্নি আক্তার (২০), কয়রা গিলাবাড়ি গ্রামের লিমা খাতুন (২৫) এবং রূপাসার স্বল্প বাহিরদিয়া গ্রামের আমেনা বেগম (৪০)।

ফকিরহাট মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আশরাফুল আলম বলেন, ওই হোটেলে অসামাজিক কার্যকলাপের অভিযোগে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বাধ্যতামূলক ছুটিতে ৬ ব্যাংকের এমডি

আলোচিত এস আলম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা চারটিসহ মোট ছয়...

সংসার পাতলেন তাহসান, ভাঙলো বুঝি মিথিলার!

ঘটনা ২০১৭ সালের। বিনোদন জগতের ঢালিউড অভিনেতা-গায়ক তাহসান খান...

পুকুরে ভাসছিলো যুবকের অর্ধগলিত লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি পুকুর থেকে...

১৮ কোটি মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন...