Uncategorized

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, ১৪ তরুণ-তরুণী আটক

| May 31, 2024

ফরিদপুরে একটি আবাসিক হোটেলে অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অপরাধে ১৪ তরুণ-তরুণীকে আটক করেছে পুলিশ। এ সময় হোটেলের দুই কর্মচারীকেও আটক করা হয়।

শুক্রবার (৩১ মে) শহরের জনতা ব্যাংকের মোড়ে অবস্থিত আবাসিক হোটেল গার্ডেন ভিউয়ে এ অভিযান চালানো হয়।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসানুজ্জামানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।

আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ, নারীসহ আটক ৪

বিষয়টি নিশ্চিত করে ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার শৈলেন চাকমা জানান, শহরের বিভিন্ন আবাসিক হোটেলে অসামাজিক কার্যকলাপ হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে শহরের আবাসিক হোটেল গার্ডেন ভিউতে অভিযান চালানো হয়।

অভিযানকালে অসামাজিক কার্যকলাপের দায়ে ১০ তরুণী ও চার তরুণকে আটক করা হয়। এ সময় হোটেলের দুই কর্মচারীকেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

স্বাআলো/এস

Debu Mallick