বিনোদন ডেস্ক: সম্প্রতি অপু বিশ্বাসকে নিয়ে বাজে মন্তব্য করে ভিডিও বার্তা প্রকাশ করেন বুবলীর বড় বোন গায়িকা নাজনীন মিমি।
শুধু সমালোচনাই নয়, বুবলীর পক্ষ নিয়ে রীতিমতো অপুকে টোকাই, মহিলা, বস্তা পচা মালসহ আরো নানান নামে সম্বোধন করেন তিনি। এবার সেই মন্তব্যের করা জবাব দিলেন অপু বিশ্বাস।
মিমির এমন সমালোচনার কারণ জানতে বুবলীর সঙ্গে যোগাযোগ করা হলে কোনো সাড়া পাওয়া যায়নি তার। পাশাপাশি অপুর সঙ্গে যোগাযোগ করা গেলেও, এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি নন তিনি।
বিষয়টি নিয়ে জানতে চাইলে এক বাক্যে অপু বলেন, বুবলী কে? তাকে তো আমি চিনি না।
বর্তমানে ব্যবসা ও অভিনয় নিয়ে ব্যস্ত সময় পার করছেন অপু। তাই এসব নিয়ে ভাবার সময় নেই জানিয়ে তিনি বলেন, এখন আমার সব চিন্তা ভাবনা কাজ ও পরিবার নিয়ে। অন্যদিকে নজর দেয়ার একদম সময় নেই। কে, কি বললো সেসব বিষয়ে কথা বলারো কোনো ইচ্ছে নেই। আশা করি, এ বছর ভক্ত-দর্শকদের ভালো কিছু ছবি উপহার দিতে পারবো।
বুবলী-তাপসের প্রেম: অডিও ফাঁস ইস্যুতে এবার মুখ খুললেন অপু
এদিকে বুবলী-অপুর দ্বন্দ্বে মিমির জড়ানোটা ভালো চোখে দেখছেন না দুই তারকারই ভক্তরা। কেউ অপুকে নিয়ে কটাক্ষ করেছেন আবার কেউ বা বুবলীর বোনের দিকে আঙুল তুলেছেন। বলা যায়, অপু-বুবলীর ঝগড়া মেনে নিলেও মিমির কথাগুলোকে মানতে পারছেন না তারা।
স্বাআলো/এস/এসআর