বিনোদন ডেস্ক: বলিউড তারকা অর্জুন কাপুর ও মালাইকা অরোরার ব্রেকাপ হয়েছে। গত কয়েক দিনের এমন গুঞ্জনের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় অর্জুনের একটি নতুন পোস্ট ভক্তদের ভাবনা আরো বাড়িয়ে দিলো।
ভেঙে গেলো মালাইকা-অর্জুনের লিভ-ইন সম্পর্ক
হিন্দুস্তান টাইমস বাংলার প্রতিবেদন অনুযায়ী, ইনস্টাগ্রামে পোস্ট করা একটি সাদাকালো ছবিতে হাসপাতালের বিছানায় শুয়ে থাকতে দেখা গিয়েছে অর্জুনকে, তার হাতে স্যালাইনের চ্যানেল।
তবে হাতে আই-ভি চ্যানেল লাগানো থাকলেও, খুব গুরুতর কিছু হয়নি অর্জুনের। জানা যাচ্ছে, ভিটামিন থেরাপি চলছে অভিনেতার।
শরীরে সরাসরি ভিটামিন ও মিনারেলস-এর বৃদ্ধির জন্য এই থেরাপির সাহায্য নেয়া হয়। বিশেষ করে ভিটামিন ও মিনারেলস-এর ঘাটতি থাকলে এই থেরাপি করা হয়।
‘মালাইকা-অর্জুন একসঙ্গেই আছেন’
ভক্তরা তার স্বাস্থ্যের খোঁজ নেন। একজন জিজ্ঞাসা করেন, সব ঠিক আছে? আপনি কেমন আছেন? আর এক জন জিজ্ঞাসা করেন, আশা করছি আপনি ভাল আছেন। দ্রুত সুস্থ হয়ে উঠুন।
অর্জুন-মালাইকার ঘনিষ্ঠ সূত্র খবর দিয়েছে যে তাদের ব্রেকাপ হয়েছে। যদিও মালাইকার ম্যানেজার খবরটিকে বলে উড়িয়ে দেন।
স্বাআলো/এস