আন্তর্জাতিক

বোমা হামলায় পাকিস্তানের ১৩ সেনা সদস্য নিহত

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক | June 28, 2025

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলায় একটি সামরিক বহর লক্ষ্য করে চালানো আত্মঘাতী বোমা হামলায় কমপক্ষে ১৩ জন সেনা সদস্য নিহত হয়েছেন। এই হামলায় ২৯ জন বেসামরিক নাগরিক ও সেনা সদস্য আহত হয়েছেন বলে স্থানীয় পুলিশ ও সরকারি কর্মকর্তারা জানিয়েছেন।

পাকিস্তান তালেবানের একটি শাখা এই হামলার দায় স্বীকার করেছে।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে জানিয়েছেন, হামলায় ১৩ জন সেনা নিহত এবং ২৯ জন বেসামরিক নাগরিকসহ আহত হয়েছেন। আহতদের মধ্যে ১০ জন সেনা সদস্য এবং ১৯ জন বেসামরিক নাগরিক রয়েছেন। আহত ১০ জন সেনা সদস্যের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সরকারি কর্মকর্তা জানান, একজন আত্মঘাতী বোমা হামলাকারী বিস্ফোরক বোঝাই একটি গাড়ি নিয়ে সামরিক কনভয়ের সাথে সজোরে ধাক্কা দেয়। ভয়াবহ এই বিস্ফোরণে হতাহতের ঘটনা ঘটে।

ইসরায়েলি হামলায় ইরানে প্রাণ গেছে ৬০৬ জনের

খাইবার পাখতুনখোয়া প্রদেশের উত্তর ওয়াজিরিস্তান জেলার একজন পুলিশ কর্মকর্তা আরও জানিয়েছেন, বিস্ফোরণের তীব্রতায় পার্শ্ববর্তী দুটি বাড়ির ছাদ ধসে পড়ে এবং এতে ছয়জন শিশু আহত হয়েছে।

এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তান তালেবানের হাফিজ গুল বাহাদুর সশস্ত্র গোষ্ঠীর একটি শাখা।

উল্লেখ্য, ২০২১ সালে আফগানিস্তানে তালেবান ক্ষমতা দখলের পর থেকে পাকিস্তানের আফগান সীমান্তবর্তী অঞ্চলে সহিংসতা তীব্রভাবে বৃদ্ধি পেয়েছে। ইসলামাবাদ অভিযোগ করে আসছে যে, তার পশ্চিমা প্রতিবেশী আফগানিস্তান তাদের মাটি পাকিস্তানের বিরুদ্ধে হামলার জন্য ব্যবহার করতে দিচ্ছে, যদিও আফগান তালেবান এই দাবি অস্বীকার করেছে।

এএফপির পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের শুরু থেকে খাইবার পাখতুনখোয়া এবং বেলুচিস্তানে সরকারের বিরুদ্ধে লড়াইরত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় প্রায় ২৯০ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই নিরাপত্তা কর্মকর্তা।

স্বাআলো/এস

Shadhin Alo