ঢাকাই সিনেমার নবাগত নায়িকা জাকিয়া কামাল মুনের দায়ের করা প্রতারণার মামলায় প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়ার পরিচালক আবদুল আজিজের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলামের আদালত তাকে গ্রেফতারের আদেশ দেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ফেব্রুয়ারিতে লিখিত চুক্তির মাধ্যমে ‘পাপ’ সিনেমাটি নির্মাণে সহযোগিতার জন্য আজিজকে এককালীন ৬০ লাখ টাকা দেন নায়িকা জাকিয়া কামাল মুন। ওই বছরের মার্চের মধ্যেই সিনেমার কাজ শেষ করার কথা ছিল। তবে শর্ত মোতাবেক আজিজ বিনিয়োগকৃত টাকা ফেরত দেননি এবং নোটিশ পাঠানোর পরও তা উপেক্ষা করেন। উল্টো ২০২৩ সালের মে মাসে ‘পাপ’ ছবিটি একটি ওটিটি প্ল্যাটফর্মের কাছে এক কোটি ১০ লাখ টাকায় বিক্রি করে দেন।
মামলায় আরো উল্লেখ করা হয়েছে, আবদুল আজিজ টাকা ফেরত দিতে অস্বীকৃতি জানান এবং মুনের ক্যারিয়ার ধ্বংস করার হুমকি দেন।
এ বিষয়ে জানতে চাইলে অভিনেত্রী মুন বলেন, আমি বারবার টাকা ফেরত চেয়েছি, কিন্তু তিনি দেননি। এমনকি আমার ফোনও ধরছেন না, বরং ভয়-ভীতি দেখাচ্ছেন। তাই বাধ্য হয়েই মামলা করেছি।
অন্যদিকে, মামলার বিষয়ে যোগাযোগের চেষ্টা করেও আবদুল আজিজের বক্তব্য পাওয়া সম্ভব হয়নি।
উল্লেখ্য, ২০১২ সালে ‘ভালোবাসার রঙ’ সিনেমার মাধ্যমে যাত্রা শুরু করে জাজ মাল্টিমিডিয়া। এরপর প্রতিষ্ঠানটির ব্যানারে একাধিক ছবি মুক্তি পেলেও, কর্নধার আবদুল আজিজের ব্যক্তিগত জীবনের নানা বিতর্কিত কর্মকাণ্ড বারবার আলোচনায় এসেছে।
স্বাআলো/এস