যশোর

বেনাপোলে দেড় কেজি গাঁজাসহ আটক ১

| November 22, 2023

যশোরের বেনাপোল থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ নজরুল ইসলাম (৪১) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

নজরুল ইসলাম বেনাপোল পোর্টথানাধীন রঘুনাথপুর গ্রামের পূর্বপাড়ার বাসিন্দা

মঙ্গলবার (২১ নভেম্বর) রাত সাড়ে ৯টার সময় পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান পরিচালনা করে বেনাপোল পোর্ট থানাধীন বড় আঁচড়া এমপি মার্কেটের সামনে থেকে এক কেজি ৫০০ গ্রাম গাঁজাসহ তাকে আটক করা হয়।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল হোসেন ভূঁইয়া বলেন, প্রতিদিনের ন্যায় মাদকবিরোধী অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ একজনকে আটক করা হয়েছে। আটক আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply