লিটন ঘোষ জয়, মাগুরা: মাগুরা শহরে যৌথ বাহিনীর অভিযানে অবৈধ আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার (২২ এপ্রিল) শহরের মীরপাড়া এলাকায় মৌশান শেখের (২৮) বাসায় এই অভিযান চালানো হয়।
গ্রেফতারকৃতরা হলেন- ১৫ মামলার এজাহারভুক্ত আসামি তুষার শেখ (৪২), মীরপাড়ার মৌশান শেখ (২৮), একই এলাকার শাওন শেখ (২৮) ও নয়ন হোসেন (৩০)।
মাগুরায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে যুবকের মৃত্যু
অভিযানে দুইটি ওয়ান শুটার গান, ১৫ রাউন্ড গুলি, একটি রামদা, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল এবং দুইটি দা জব্দ করা হয়েছে।
মাগুরায় ধষর্ণের শিকার শিশু আছিয়ার মৃত্যু, দেশজুড়ে শোক
মাগুরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আইয়ুব আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। আটককৃতদের জব্দকৃত মালামালসহ মাগুরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
স্বাআলো/এস