বিনোদন

নুসরাত ফারিয়ার গ্রেফতারে বিব্রত সংস্কৃতি উপদেষ্টা

বিনোদন ডেস্ক বিনোদন ডেস্ক | May 19, 2025

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর ভাটারা থানায় দায়ের করা একটি হত্যাচেষ্টা মামলায় ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা নুসরাত ফারিয়ার গ্রেফতারকে ‘বিব্রতকর’ বলে মন্তব্য করেছেন সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী।

তিনি বলেছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ হলো জুলাই মাসের প্রকৃত অপরাধীদের বিচার করা।

সোমবার (১৯ মে) নিজের ভেরিফায়েড ফেসবুক প্রোফাইলে দেয়া এক পোস্টে তিনি এমন মন্তব্য করেন।

মোস্তফা সরয়ার ফারুকী বলেন, তিনি সাধারণত চেষ্টা করেন নিজের মন্ত্রণালয়ের কাজের বাইরে কথা না বলতে। কিন্তু তিনি এই ইন্ডাস্ট্রিরই (চলচ্চিত্র) মানুষ এবং দুইদিন পর সেখানেই ফিরে যাবেন উল্লেখ করে বলেন, নুসরাত ফারিয়ার গ্রেফতার একটি বিব্রতকর ঘটনা হয়ে থাকলো আমাদের জন্য।

কারাগারে নুসরাত ফারিয়া

তিনি বলেন, ঢালাও মামলার ক্ষেত্রে সরকারের পরিষ্কার অবস্থান হলো প্রাথমিক তদন্তে সংশ্লিষ্টতা না থাকলে কাউকে গ্রেপ্তার করা হবে না এবং সেই নীতিই অনুসরণ করা হচ্ছিল।
ফারিয়ার বিরুদ্ধে এই মামলা অনেকদিন ধরেই ছিল জানিয়ে তিনি বলেন, সরকারের পক্ষ থেকে তদন্ত শেষ হওয়ার আগে গ্রেপ্তারের কোনো উদ্যোগ নেওয়ার বিষয় তার নজরে আসেনি। কিন্তু এয়ারপোর্টে যাওয়ার পরেই এই ঘটনা ঘটে।

কয়েকদিন আগে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিদেশ যাওয়াকে কেন্দ্র করে হওয়া ক্ষোভের পর ভয় থেকে এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ইঙ্গিত দেন সংস্কৃতি উপদেষ্টা। তিনি ব্যারিস্টার আন্দালিব পার্থের স্ত্রীর সঙ্গেও এমন একটি ঘটনা ঘটার কথা উল্লেখ করে বলেন, এই ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য নয়।

তিনি আরো আশা প্রকাশ করেন যে, এই ধরনের ঢালাও মামলাকে ভবিষ্যতে আরও সংবেদনশীলভাবে হ্যান্ডেল করা সম্ভব হবে। সবশেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, তাদের প্রধান কাজ হলো জুলাই মাসের প্রকৃত অপরাধীদের বিচার করা।

স্বাআলো/এস

Shadhin Alo