জাতীয়

পুলিশের অভিযানে সারাদেশে গ্রেফতার ১৮১২

ঢাকা অফিস ঢাকা অফিস | October 25, 2025

সারাদেশে পরিচালিত বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় এক হাজার ৮১২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এর মধ্যে বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং অন্যান্য অপরাধে জড়িত ব্যক্তিরা রয়েছেন।

শনিবার (২৫ অক্টোবর) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া অ্যান্ড পিআর) এ এইচ এম শাহাদাত হোসেন এই তথ্য নিশ্চিত করেছেন।

এএইচএম শাহাদাত হোসেন জানান, গ্রেফতারকৃতদের মধ্যে এক হাজার ২৮৭ জন বিভিন্ন মামলা ও ওয়ারেন্টভুক্ত আসামি এবং ৫২৫ জন অন্যান্য ঘটনায় জড়িত থাকার অভিযোগে আটক হয়েছেন।

বিশেষ এই অভিযানে গ্রেফতারকৃতদের কাছ থেকে বেশ কিছু অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত সামগ্রীর মধ্যে রয়েছে— দুটি এয়ারগান, একটি রাইফেল স্কোপ, ১০ রাউন্ড গুলি, ২ রাউন্ড কার্তুজ, একটি চাপাতি এবং একটি রামদা।

পুলিশের এই বিশেষ অভিযান দেশজুড়ে অপরাধ দমন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার প্রচেষ্টার অংশ হিসেবে পরিচালিত হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে পুলিশ সদরদফতর সূত্রে জানা গেছে।

স্বাআলো/এস

Shadhin Alo