বাগেরহাটের মোল্লাহাট থানা পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, মোল্লাহাট উপজেলার রাজপাট এলাকার রাফিত বিশ্বাস, উপজেলার কদমতলা গ্রামের তমিজ উদ্দিন, শাসন গ্রামের মান্নান মোল্লা, তার স্ত্রী রেবেকা বেগম ও তাদের ছেলে আফজাল হোসেন ও দেড়-বোয়ালিয়া গ্রামের আব্দুল করিম খান।
মঙ্গলবার (২১ নভেম্বর) এ তথ্য জানান মোল্লাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোমেন দাশ।
তিনি জানান, উপজেলায় থানা পুলিশের মাদক, অস্ত্র ও জুয়া বিরোধী নিয়মিত অভিযান পরিচালনাকালে গত ২৪ ঘণ্টায় পরোয়ানাভুক্ত ৬ জন পলাতক আসামিকে গ্রেফতার করা হয়। এদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।
স্বাআলো/এসএ