যশোরে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র, বিপুল পরিমাণ গুলি ও মাদকসহ দুইজনকে গ্রেফতার করেছে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)।
গ্রেফতারকৃতরা হলেন, যশোর জেলার বাঘারপাড়ার ভবানীপুর পাঠানপাইকপাড়ার ইসতিয়াক আহমেদ ও মাগুরা জেলার শালিখা উপজেলার আড়পাড়া পূর্বের মুকুল মোল্লা।
শুক্রবার (৩ নভেম্বর) বিকালে জেলা পুলিশ এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার (২ নভেম্বর) রাতে যশোরের কিসমত নওয়াপাড়া এলাকায় যশোর-মাগুরা সড়কের পাশ থেকে একটি প্রাইভেটকার আরোহী দুইজনকে আটক করা হয়। তাদের দেয়া তথ্যমতে, বাঘারপাড়া থানাধীন ভবানীপুর মেসার্স মতিন এলপিজি ফিলিংস্টেশনে অভিযান পরিচালনা করা হয়। ফিলিং স্টেশনের কেস কাউন্টারের পিছনে ইসতিয়াক আহমেদের বসত কক্ষ থেকে ১৬৫ রাউন্ড রাইফেলের গুলি, ২টি চাকু, মাদকদ্রব্য গাজাসহ ইয়াবা সেবনের সরঞ্জাম জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে অস্ত্র আইন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
স্বাআলো/এসএ