ফিলিস্তিনকে সমর্থন করার অভিযোগে গায়িকা দালাল আবু আমনেহককে গ্রেফতার করেছে ইসরায়েলি পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ইসরায়েলের নাজারেথ শহর থেকে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েলি পুলিশ।
বিবৃতিতে বলা হয়েছে, উসকানি দেয়ার অভিযোগে প্রভাবশালী গায়িকা দালাল আবু আমনেহকে গ্রেফতার করেছে উত্তর ইসরায়েলি পুলিশ।
ফিলিস্তিনের পক্ষে দাঁড়িয়ে কাজ হারালেন মিয়া খলিফা
ইসরায়েলি পুলিশ জানিয়েছে, গায়িকা ও ইনফ্লুয়েন্সার দালাল আবু আমনেহ। আরব সমাজের প্রভাবশালী এই ব্যক্তি তার সোশ্যাল মিডিয়ায় একাধিক পোস্ট দিয়েছেন। এসব পোস্টে ইসরায়েলের বিপক্ষে গিয়ে ফিলিস্তিনকে সমর্থন জানিয়েছেন তিনি। প্রথমে তাকে আটক করে থানায় আনা হয়, জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করা হয়। জননিরাপত্তা লঙ্ঘন হওয়ার আশঙ্কা থেকে এ গায়িকাকে গ্রেফতার করা হয়েছে।
১৯৮৩ সালে ইসরায়েলের নাজারেথ শহরে জন্মগ্রহণ করেন দালাল আবু আমানেহ। মাত্র চার বছর বয়স থেকে গান গাওয়া শুরু করেন তিনি। ব্যক্তিগত জীবনে কবি আনন আব্বাসীকে বিয়ে করেছেন। এ দম্পতির দুটো পুত্র সন্তান রয়েছে।
স্বাআলো/এস