যশোরের চিহ্নিত সন্ত্রাসী ও একাধিক মামলার আসামি রয়েলকে বিদেশি পিস্তলসহ আটক করেছে পুলিশ।
রবিবার (৬ জুলাই) রাতে যশোরের ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া নিজ গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক রয়েল ঝিকরগাছা উপজেলার হাড়িয়া দেয়াড়া গ্রামের বাসিন্দা।
ঝিকরগাছা থানা পুলিশ জানায়, গোপন খবরের ভিত্তিতে তারা জানতে পারে চিহ্নিত সন্ত্রাসী রয়েল নিজ এলাকায় অবস্থান করছেন। এই সংবাদের ভিত্তিতে তাৎক্ষণিকভাবে পুলিশের একটি টিম হাড়িয়া দেয়াড়া গ্রামে অভিযান চালায়। অভিযানকালে রয়েলকে তার বাড়ি থেকে আটক করা হয় এবং এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিন উদ্ধার করা হয়।
পুলিশ আরো জানায়, চিহ্নিত সন্ত্রাসী রয়েলের বিরুদ্ধে পূর্বে ডাকাতি, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে চারটি মামলা রয়েছে। অবৈধ অস্ত্র উদ্ধারের ঘটনায় তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় অস্ত্র আইনে পৃথক আরো একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারের পর সোমবার তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস