যশোরে রমজান হত্যার প্রধান আসামি পিচ্চি রাজাসহ আটক ৫, অস্ত্র ও গুলি উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: যশোরে রমজান আলী হত্যার প্রধান আসামি পিচ্চি রাজাসহ পাঁচজনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের সদস্যরা (র‌্যাব)।

এসময় তাদের কাছ থেকে দুইটি আগ্নেয়াস্ত্র, ১৪ রাউন্ড গুলি, তিনটি চাইনিজ কুড়াল, একটি চাকু ও একটি দা উদ্ধার করা হয়েছে।

গত ১১ মার্চ যশোরের পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। একই সাথে চলাফেরা করলেও এলাকায় মাদক ও অস্ত্র বেচাকেনা এবং আধিপত্য বিস্তারের বিরোধকে কেন্দ্র করে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে বলে আটক রাজা আইন শৃঙ্খলা বাহিনীর কাছে স্বীকার করেছে।

আটককৃতরা হলো, রেলগেট কলাবাগান এলাকার রাজা ওরফে পিচ্চি রাজা (২৫), বেজপাড়া টিবি ক্লিনিক এলাকার সুমন ওরফে ট্যাটু সুমন (২৮), চোরমারা দিঘীরপাড় এলাকার শাওন ওরফে পটকে শাওন (২২), খড়কি এলাকার ইবাদুল হোসেন (২৫) ও রেলগেট কলাবাগান এলাকার তুহিন (২৮)।

র‌্যাব-৬ যশোর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানিয়েছেন, শহরের রেলগেট কলাবাগানের মাদক দম্পতি রেখা-ফারুকের ছেলে রমজান আলী ও সাগর এলাকার শীর্ষ সন্ত্রাসী, মাদক ও অস্ত্র কারবারি। দীর্ঘদিন ধরে রেলগেট পশ্চিমপাড়া, খড়কি, কলাবাগানসহ বিভিন্ন এলাকায় নানা ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড করতো সাগর ও রমজান। আর তাদের ডান হাত হিসেবে কাজ করতো একই এলাকার রাজা ওরফে পিচ্চি রাজা। বেশ কিছুদিন ধরে তাদের সম্পর্কে টানাপোড়েন শুরু হয়। এর পেছনে রয়েছে পিচ্চি রাজাকে না জানিয়ে তার দ্বিতীয় স্ত্রীকে কক্সবাজারের টেকনাফে ইয়াবা আনতে পাঠায় রমজান ও তার স্ত্রী। কিন্তু সেখানে যাওয়ার পরে ছয় হাজার পিস ইয়াবাসহ রাজার স্ত্রী আইন শৃঙ্খলা বাহিনীর হাতে আটক হয়। সম্প্রতি যশোরের কয়েকটি সন্ত্রাসী কর্মকাণ্ডে পিচ্চি রাজাকে আটকের জন্য পুলিশ চেষ্টা চালায়। তবে রাজাকে আটকের জন্য রমজান আলী পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতার অভিযোগ করে রাজা। এছাড়া এলাকার প্রেম কুমারের বাড়িতে ডাকাতি করা সোনার গহনা ও টাকার ভাগ নিলেও রমজানকে সেই মামলায় আসামি করা হয়নি। রমজান পুলিশকে ম্যানেজ করে নিজে রক্ষা পেলেও রাজাকে ওই মামলার আসামি করা হয়। এলাকার মাদক ও অস্ত্রের কারবার রাজা-রমজান একই সাথে করলেও সকল স্থানে রাজাকেই দায়ী করা হয়। এইগুলো রমজানকে বেশ কিছুদিন ধরে রাজা সন্দেহের চোখে রাখে। এছাড়া কিছুদিন আগে আরেক সন্ত্রাসী তুহিনের বাবা কানা বাসারকে পুলিশ আটক করে। কানা বাসারকে আটকের পেছনেও রমজান পুলিশকে তথ্য দিয়েছে বলে সন্দেহ করা হয়। ফলে রমজানকে খুন করতে রাজা, তুহিনসহ কয়েকজন পরিকল্পনা করে এবং সুযোগ খুঁজতে থাকে। ঘটনার দিন গত ৮ মার্চ রাত সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে তার শ্বশুর বাড়ির সামনে গেলে পূর্ব থেকে ওৎপেতে থাকা পিচ্চি রাজাসহ কয়েকজনে রমজান আলীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এই ঘটনার পর থেকে রাজাসহ সকলেই পুলিশের হাতে আটক হওয়ার ভয়ে গাঢাকা দেয়। কিন্তু ঘটনার দিন থেকেই গোয়েন্দা তৎপরতা শুরু করে র‌্যাব। গোপন সংবাদের ভিত্তিতে এবং তথ্য প্রযুক্তির মাধ্যমে ১১ মার্চ দিবাগত গভীর রাত ১টার দিকে এই হত্যা মামলার আসামি পটকে শাওন ও ইবাদুল যশোর শহরের চাঁচড়া ইসমাইল কলোনীতে অবস্থান করছে বলে জানতে পারে র‌্যাব। এসময় সেখানে অভিযান চালিয়ে ওই দুইজনকে আটক করা হয়। রাত সাড়ে ৩টার দিকে আরেকটি সংবাদের ভিত্তিতে শংকরপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় ট্যাটু সুমনকে। ১১ মার্চ ভোরে বাঘারপাড়া উপজেলার চাড়াভিটা এলাকা থেকে আটক করা হয় আসামি তুহিনকে। এদিন বিকেল সাড়ে তিনটার দিকে শার্শা উপজেলার দাদখালী থেকে আটক করা এই মামলার প্রধান আসামি রাজা ওরফে পিচ্চি রাজাকে। তবে রাজার স্বীকারোক্তিতে রেলগেট পশ্চিমপাড়া দিঘীরপাড় থেকে একটি বিদেশি পিস্তল, একটি ওয়ানশুটারগান, ১৪ রাউন্ড গুলি, একটি বার্মিজ চাকু, তিনটি চাইনিজ কুড়াল, একটি চাকু ও একটি দা উদ্ধার করা হয়েছে। এদিনই তাদের কোতোয়ালী থানায় সোপর্দ করা হবে বলেও জানা গেছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...