আজাদুল হক, বাগেরহাট: জেলা গোয়েন্দা পুলিশের একটি দল শুক্রবার (২৯ মার্চ) রাতে জেলার ফকিরহাট উপজেলার টাউন নওয়াপাড়া মোড় বাসস্ট্যান্ড এলাকা থেকে চার কেজি গাঁজা উদ্ধার করেছে।
এ সময় এক তরুণীসহ তিনজন মাদক বিক্রেতাকে হাতে-নাতে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলো, জেলার মোংলা উপজেলার দ্বিগরাজ গ্রামের মেয়ে মিম (২০), একই গ্রামের আলমগীর হোসেন (২২) এবং ভাটারাবাদ গ্রামের সোহেল শেখ (১৯)।
গোয়েন্দা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) স্বপন কুমার রায় জানান, গোপন সংবাদের ভিত্তিতে ফকিরহাট উপজেলার পিলজংগ ইউনিয়নের টাউন-নওয়াপাড়া মোড় এলাকায় শিশু মেলা কিন্ডার গার্ডেনের সামনে পাকা রাস্তার উপর কতিপয় মাদক কারবারিরা অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছেন। সেখানে আমরা অভিযান পরিচালনাকালে একজন তরুণীসহ তিন মাদক বিক্রেতা গ্রেফতার হয়। এ সময় তাদের কাছে থাকা পলিথিনের ব্যাগ তল্লাশি করে চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের ফকিরহাট মডেল থানায় সোর্পদ করা হয়েছে। এ ঘটনায় এসআই আব্দুর রউফ বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফকিরহাট থানায় একটি মামলা দায়ের করেছেন।
স্বাআলো/এসআর