Uncategorized

নড়াইলে ১৩ মামলার আসামি সাবেক এমপি মুক্তির সহযোগী সবুজ অস্ত্রসহ আটক

| April 30, 2025

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার কালিয়ায় ১৩টি মামলার এজাহারভুক্ত আসামি এবং ১-আসনের সাবেক সংসদ সদস্য কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ সহযোগী হিসেবে পরিচিত আওয়ামী লীগ নেতা সবুজ মোল্যাকে (৪৫) আটক করেছে যৌথ বাহিনী। এসময় তার কাছ থেকে দেশীয় অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়।

বুধবার (৩০ এপ্রিল) উপজেলার পুরুলিয়া ইউনিয়নের দাড়িয়াঘাটা গ্রামে তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে যৌথ বাহিনী তাকে আটক করে। আটক সবুজ মোল্যা ওই গ্রামের ফসিয়ার রহমান মোল্যার ছেলে এবং স্থানীয় আওয়ামী লীগের নেতা বলে জানা গেছে।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নড়াইল সদর আর্মি ক্যাম্প কমান্ডারের নেতৃত্বে কালিয়া থানা পুলিশ ও নড়াইল জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি সমন্বিত দল বুধবার ভোর রাত ৩টা থেকে সাড়ে ৫টা পর্যন্ত দাড়িয়াঘাটা গ্রামে অভিযান পরিচালনা করে। অভিযানে সবুজ মোল্যাকে আটকের পাশাপাশি তার বাড়ি ও দোকানে তল্লাশি চালিয়ে সাতটি দেশীয় অস্ত্র (রামদা), দশটি বল্লম, হকিস্টিক, একটি বহুমুখী হেলমেট এবং বিপুল পরিমাণ ক্যাপ ও মুজিব টি-শার্ট উদ্ধার করা হয়।

নড়াইলে শ্বাসরোধে যুবককে হত্যা

সংশ্লিষ্ট সূত্রে অভিযোগ উঠেছে, গ্রেফতারকৃত সবুজ মোল্যা দীর্ঘদিন ধরে এলাকায় অবৈধ পিস্তল ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে মোটরসাইকেলে মহড়া দিয়ে শক্তি প্রদর্শন ও সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। তিনি সাবেক এমপি কবিরুল হক মুক্তির ঘনিষ্ঠ সহযোগী ও আস্থাভাজন হওয়ায় তার ভয়ে এলাকার অনেকে ভীতসন্ত্রস্ত ছিলেন এবং কেউ কেউ এলাকা ছাড়তেও বাধ্য হয়েছেন বলে অভিযোগ রয়েছে।

জানা গেছে, গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর সবুজ মোল্যা রাজনৈতিক অবস্থান পরিবর্তন করে নিজেকে বিএনপি নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন এবং এই পরিচয়ে এলাকায় চাঁদাবাজি ও সন্ত্রাসী কার্যক্রম অব্যাহত রাখেন বলে অভিযোগ উঠেছে।

নড়াইল জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ (ওসি) শাহ দারা খান জানান, গ্রেফতারকৃত সবুজ মোল্যা এবং উদ্ধারকৃত দেশীয় অস্ত্রশস্ত্র বর্তমানে পুলিশী হেফাজতে রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo