ঝিনাইদহে কৃষক ও ক্ষেতমজুর সমাবেশ

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ: জেলার কালীগঞ্জে কৃষক-ক্ষেতমজুর সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৩০ জুন) কালিগঞ্জ মোবারক আলী হাইস্কুল মাঠে উক্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

প্রবল বর্ষণ উপেক্ষা করে ‘কৃষক বাচাও-দেশ বাঁচাও’ এই স্লোগানে হাজারো নেতাকর্মীর উপস্থিতিতে সভাস্থল কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।

গ্যাস বাবুকে ঝিনাইদহ কারাগারে স্থানান্তর

সমাবেশে বক্তারা বলেন, আমরা এই জনপদে শহীদ কমরেড ওয়াজেদ ও কমরেড আমজাদ সহ অসংখ্য কৃষক নেতাকে হারিয়েছি। যারা এই অঞ্চল ও দেশের কৃষক জনতার মুক্তির জন্য শ্রমিক কৃষক মেহেনতি মানুষের রাষ্ট্র ও সরকার প্রতিষ্ঠার স্বার্থে জীবন দিয়েছেন। আমরা তাদেরই উত্তরসূরি। কৃষক নেতা মোফাজ্জল হোসেন মঞ্জু তাদেরই একজন। তিনি গত ২১ ফেব্রুয়ারি দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। কমরেড মঞ্জুসসহ আত্মত্যাগী এই নেতাদের স্মরণ এবং কৃষক ও ক্ষেতমজুরদের সংগঠন- সংগ্রাম গড়ে তোলার লক্ষ্যে কৃষক ক্ষেতমজুর সমাবেশের আয়োজন করা হয়েছে।

ঝিনাইদহে ট্রেন লােইন থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার

কমরেড নজরুল ইসলামের সভাপতিত্বে উক্ত কৃষক সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক কমরেড ইকবাল কবির জাহিদ, জাতীয় কৃষক ও ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় সভাপতি কমরেড আব্দুর সাত্তার, জাতীয় শ্রমিক ফেডারেশনের ফেডারেশনের কেন্দ্রীয় আহবায়ক কমরেড মোজাম্মেল হক, বিশিষ্ট অর্থনীতিবিদ কমরেড ইসরাক।

ঝিনাইদহে আ’লীগের প্রতিষ্ঠা বার্ষিকী ও এমপি আনার হত্যার প্রতিবাদ সভায়

উক্ত কৃষক সমাবেশে শুভেচ্ছা বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতির কেন্দ্রীয় নেতা কমরেড মোজাম্মেল হক, জাতীয় গণফ্রন্টের কেন্দ্রীয় কমিটির নেতা জাতীয় কৃষক ক্ষেত মজুর সমিতির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক কমরেড কমরেড নজরুল ইসলাম, ঝিনাইদহ জেলা বিপ্লবী কমিউনিস্ট লীগের জেলা সাধারণ সম্পাদক কমরেড সাহিদুল এনাম পল্লব, ঝিনাইদহ জেলা জাতীয় কৃষক খেজুর সমিতির নেতা কমরেড মিজানুর রহমান, সমাজতান্ত্রিক কৃষক ফ্রন্ট এর ঝিনাইদহ জেলার নেতা কমরেড আসাদুল ইসলাম আরো বক্তব্য রাখেন বিপ্লবী যুব মৈত্রী ও বিপ্লবী ছাত্রমৈত্রীর কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

এছাড়াও উপস্থিত ছিলো সিপিবির ঝিনাইদহ জেলা সভাপতি কমরেড রবিউল আলম খোকন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

টোলপ্লাজায় নিহত ৬: সেই বাস চালক গ্রেফতার

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বেপরোয়া গতির বাসের ধাক্কায়...

পটুয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে মুক্তিযোদ্ধাদের সম্মাননা

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: মহান ১৬ ডিসেম্বর বিজয় দিবস উপলক্ষে...

কেউ যেনো মাথায় কাঁঠাল ভেঙে খেতে না পারে: জামায়াতে আমির

ছাত্রদের স্যালুট জানানোর ইচ্ছা পোষণ করে বাংলাদেশ জামায়াতে ইসলামীর...

নড়াইলে ইউপি সদস্যকে সংঘবদ্ধ ধর্ষণের পর মুখে বিষ ঢেলে হত্যা

নড়াইলে চিকিৎসাধীন অবস্থায় এক নারী (৫০) ইউপি সদস্যের মৃত্যু...