আজ মঙ্গলবার (২৪ অক্টোবর) ঘূর্ণিঝড় ‘হামুন’ রাত ১০টা থেকে সকাল ১০টার মধ্যে উপকূল অতিক্রম করবে।
রাত ৮টার মধ্যে উপকূলবাসীকে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসার নির্দেশ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এনামুর রহমান।
ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘হামুন’, সারাদেশে ভারী বৃষ্টির আশঙ্কা
মঙ্গলবার সচিবালয়ে ঘূর্ণিঝড় ‘হামুন’ মোকাবিলায় প্রস্তুতি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
এদিকে ঘূর্ণিঝড় হামুনের প্রভাবে সকাল থেকেই আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে ও গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে।
স্বাআলো/এস