৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে আক্রমণ করবে ভারত!

আন্তর্জাতিক ডেস্ক: ভারত আগামী ২৪ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে পাকিস্তানে সামরিক অভিযান চালাতে পারে বলে গুরুতর আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি জানিয়েছেন, পেহেলগাম ঘটনার সঙ্গে জড়িত থাকার “ভিত্তিহীন ও বানোয়াট” অভিযোগকে অজুহাত হিসেবে ব্যবহার করে ভারত এই পদক্ষেপ নিতে পারে বলে পাকিস্তানের কাছে নির্ভরযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে।

পাকিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ডন বুধবার (৩০ এপ্রিল) এক প্রতিবেদনে জানায়, তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই আশঙ্কার কথা জানান।

উল্লেখযোগ্য যে, গত সপ্তাহে কাশ্মীরে প্রাণঘাতী হামলার ঘটনার প্রতিক্রিয়ায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির সশস্ত্র বাহিনীকে ‘অভিযান পরিচালনার পূর্ণ স্বাধীনতা’ দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার কয়েক ঘণ্টা পরই পাকিস্তানের পক্ষ থেকে এই উদ্বেগজনক বার্তা এলো।

সীমান্তে ফের গোলাগুলি, পাকিস্তান-ভারত উত্তেজনা বাড়ছেই

আতাউল্লাহ তারার বলেন, পাকিস্তান এই অঞ্চলে ভারতের স্বঘোষিত বিচারক, জুরি ও সাজা কার্যকরের ভূমিকা তীব্রভাবে প্রত্যাখ্যান করছে। দেশটির এই আচরণ বেপরোয়া।

পাকিস্তান নিজেই সন্ত্রাসবাদের অন্যতম বড় শিকার উল্লেখ করে তিনি বলেন, এই অভিশাপের যন্ত্রণা আমরা গভীরভাবে অনুধাবন করি। আমরা বিশ্বের যেকোনো জায়গায় সবসময় সব ধরনের সন্ত্রাসবাদ এবং এর সকল প্রকার বহিঃপ্রকাশের নিন্দা জানিয়ে আসছি।

তিনি আরও জানান, একটি দায়িত্বশীল রাষ্ট্র হিসেবে পাকিস্তান সত্য উদঘাটনের জন্য বিশেষজ্ঞদের নিয়ে একটি নিরপেক্ষ, স্বচ্ছ এবং স্বাধীন তদন্তের আন্তরিক প্রস্তাব দিয়েছে। কিন্তু তার মতে, ভারত যুক্তির পথে না হেঁটে অযৌক্তিকতা এবং সংঘাতের বিপজ্জনক পথ বেছে নিয়েছে, যার পরিণতি সমগ্র অঞ্চল এবং এর বাইরেও বিপর্যয়কর হতে পারে। তারার দাবি করেন, বিশ্বাসযোগ্য তদন্ত এড়িয়ে যাওয়াই ভারতের আসল উদ্দেশ্য প্রকাশের জন্য যথেষ্ট প্রমাণ।

হামলার পরিকল্পনা ভারতের, জবাব দিতে প্রস্তুত পাকিস্তান

পাকিস্তানের তথ্যমন্ত্রী হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ভারতের এ ধরনের যেকোনো সামরিক অভিযানের জবাব নিশ্চিতভাবে এবং দৃঢ়তার সঙ্গেই দেওয়া হবে। তিনি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহবান জানিয়ে বলেন, পাল্টাপাল্টি উত্তেজনা সৃষ্টি এবং এর পরবর্তী পরিণতির দায়ভার সরাসরি ভারতের ওপর বর্তাবে – এই বাস্তবতা সম্পর্কে বিশ্বকে সচেতন থাকতে হবে।

যেকোনো মূল্যে পাকিস্তানের সার্বভৌমত্ব ও ভূখণ্ডগত অখণ্ডতা রক্ষায় তার দেশ সংকল্পবদ্ধ বলেও তিনি পুনর্ব্যক্ত করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

Popular

আপনার জন্য
Related

বিস্ফোরক মামলায় বিএডিসির গুদামরক্ষক গ্রেফতার

জেলা প্রতিনিধি, নোয়াখালী: নোয়াখালী সদরে বিএডিসির গুদামরক্ষক ও যুবলীগ...

সাতক্ষীরায় মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: সাতক্ষীরার শ্যামনগরে বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের...

৮ বিভাগেই ঝড়-বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি

ঢাকা অফিস: দেশের আটটি বিভাগেই অস্থায়ী দমকা বা ঝড়ো...

ফারুকীকে প্রশ্ন করায় চাকরিচ্যুতি? উপদেষ্টা বললেন ‘সংশ্লিষ্টতা নেই’, দায় দিলেন চ্যানেলকে

ঢাকা অফিস: অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরয়ার...