Uncategorized

সিন্ধু নদে বাঁধ দিলে হামলা করবে পাকিস্তান

| May 3, 2025

আন্তর্জাতিক ডেস্ক

সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করতে ভারত কোনো রকম বাঁধ বা স্থাপনা নির্মাণের চেষ্টা করলে সামরিক হামলা চালানো হবে বলে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ।

শুক্রবার (৩ মে) পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজের ‘নয়া পাকিস্তান’ অনুষ্ঠানে দেয়া এক সাক্ষাৎকারে তিনি এই সতর্কবার্তা দেন।

খাজা আসিফ বলেন, শুধু গুলি বা কামানের গোলা বর্ষণই আগ্রাসন নয়। সিন্ধু নদের পানিপ্রবাহ বন্ধ করা বা ভিন্ন পথে চালিত করাও এক ধরনের আগ্রাসন, কারণ এর ফলে লাখ লাখ মানুষ ক্ষুধা ও তৃষ্ণায় মারা যাবে।

কাশ্মীর হামলা ঘিরে উত্তেজনা, বাংলাদেশ সীমান্তেও কড়া নজরদারি ভারতের

তিনি আরো বলেন, তাই সিন্ধু নদের পানি আটকাতে যদি তারা (ভারত) বাঁধ বা এই জাতীয় স্থাপনা নির্মাণ শুরু করে সেক্ষেত্রে নিশ্চিতভাবেই আমরা আঘাত করব এবং সেই স্থাপনা ধ্বংস করব।

তবে তিনি জানান, পাকিস্তান বিষয়টি নিয়ে আন্তর্জাতিক ফোরামে আলোচনা করছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে।

এই উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয়েছে মূলত গত ২২ এপ্রিল ভারত-শাসিত জম্মু ও কাশ্মীরের পেহেলগাঁওতে পর্যটকদের ওপর ভয়াবহ জঙ্গি হামলার পর থেকে। দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট (লস্কর-ই তৈয়বার উপশাখা) ওই হামলায় অন্তত ২৬ জন পুরুষ পর্যটককে গুলি করে হত্যা করে। ২০১৯ সালের পুলওয়ামা হামলার পর এটিই ছিল কাশ্মীরে সবচেয়ে প্রাণঘাতী হামলা।

পাকিস্তানি বাহিনীর গুলিতে উড়ে গেলো ভারতীয় সেনা চেকপোস্ট

ভারত এই হামলার জন্য সরাসরি পাকিস্তানকে দায়ী করে এবং তাৎক্ষণিকভাবে সিন্ধু নদের পানিবণ্টন চুক্তি স্থগিত করাসহ কূটনীতিক প্রত্যাহার ও ভিসা বাতিলের মতো পদক্ষেপ নেয়।

পাকিস্তান হামলার অভিযোগ অস্বীকার করে এবং পাল্টা জবাবে ভারতের জন্য আকাশসীমা ও স্থলপথ বন্ধ, ভারতীয়দের ভিসা বাতিল ও দ্বিপাক্ষিক বাণিজ্য স্থগিত করে।

গত ১১ দিন ধরে দক্ষিণ এশিয়ার এই দুই পারমাণবিক শক্তিধর প্রতিবেশীর মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে। জানা গেছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটির শীর্ষ সেনা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের জন্য সবুজ সংকেত দিয়েছেন।

ভারত-পাকিস্তান উত্তেজনা চরমে: আকাশসীমা বন্ধ করলো ভারত, যুদ্ধের হুঁশিয়ারি

যদিও ভারত এখনও কোনো সামরিক পদক্ষেপ নেয়নি, খাজা আসিফ মনে করেন যুদ্ধের আশঙ্কা এখনো বিদ্যমান।

তিনি বলেন, যুদ্ধের হুমকি আমরা এড়িয়ে যেতে পেরেছি এখনো এমনটা ভাবার সময় আসেনি।

সূত্র: জিও নিউজ

স্বাআলো/এস

Shadhin Alo