চলমান যুদ্ধবিরতির মধ্যে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আগামী এক সপ্তাহের মধ্যে ইরানের ওপর পুনরায় হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন তেহরানের একজন বিশেষজ্ঞ।
সোমবার (৩০ জুন) ইরান ইন্টারন্যাশনালের লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
রবিবার ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে তেহরান বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান অনুষদের প্রধান ইব্রাহিম মোত্তাকি এই শঙ্কা প্রকাশ করেন।
তিনি বলেন, বর্তমান যুদ্ধবিরতি ইসরায়েল-আমেরিকার ‘সংঘবদ্ধ’ হওয়ার জন্য একটি সংক্ষিপ্ত সময়কাল মাত্র এবং তারা শিগগিরই ইরানে তাদের আক্রমণ পুনরায় শুরু করবে।
ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি: আসলেই শেষ নাকি ‘বড় যুদ্ধ’ আসন্ন?
মোত্তাকি আরো বলেছেন, প্রাপ্ত প্রমাণ ইঙ্গিত দেয় যে, মার্কিন সহায়তায় ইসরায়েল সর্বোচ্চ এক সপ্তাহের মধ্যে ইরানের বিরুদ্ধে তাদের আকস্মিক ও ধ্বংসাত্মক সামরিক অভিযান পুনরায় শুরু করবে। এই ইরানি বিশেষজ্ঞ সতর্ক করে বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্র এই যুদ্ধবিরতিকে তাদের নিজস্ব সামরিক সক্ষমতা পুনর্গঠন এবং সর্বোত্তম করার একটি উপায় হিসেবে দেখছে।
মোত্তাকি ইরানি কর্মকর্তাদের এই যুদ্ধবিরতিকে গুরুতরভাবে না নেয়ার আহবান জানিয়েছেন এবং বলেছেন, পরবর্তী হামলার লক্ষ্যবস্তু হতে পারেন ইরানি কর্মকর্তারা।
উল্লেখ্য, টানা ১২ দিনের সংঘাতের পর গত ২৪ জুন ইরান ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়। তবে বিশেষজ্ঞরা যেকোনো মুহূর্তে এই যুদ্ধবিরতি ভেঙে যাওয়ার আশঙ্কা করছেন।
স্বাআলো/এস