আন্তর্জাতিক

ইয়েমেনের ৪ জায়গায় ভয়াবহ হামলা চালালো ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক আন্তর্জাতিক ডেস্ক | July 7, 2025

ইহুদিবাদী ইসরায়েল ইয়েমেনের তিনটি বন্দর ও একটি বিদ্যুৎকেন্দ্রে ভয়াবহ হামলা চালিয়েছে। তবে এ হামলায় তাৎক্ষণিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। বার্তা সংস্থা রয়টার্স ইসরায়েলি সেনাবাহিনীর বরাত দিয়ে সোমবার (৭ জুলাই) এ তথ্য জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, হুদাইদা প্রদেশের হোসেইন, রাস ইসা ও সালিফ বন্দর এবং রাস কান্তিব বিদ্যুৎকেন্দ্রে হামলা চালিয়েছে ইসরায়েল। গত প্রায় এক মাসের মধ্যে ইয়েমেনে এটিই প্রথম ইসরায়েলি হামলা।

হামলার পর হুতির এক মুখপাত্র বলেন, স্থানীয়ভাবে তৈরি ক্ষেপণাস্ত্র ব্যবহার করে তাদের বিমান প্রতিরক্ষাব্যবস্থা ইসরায়েলি হামলা প্রতিহত করেছে।

তবে স্থানীয় বাসিন্দারা রয়টার্সকে জানান, ইসরায়েলি হামলার কারণে প্রধান বিদ্যুৎকেন্দ্র অচল হয়ে গেছে। এ ঘটনায় পুরো শহর অন্ধকারে ডুবে গেছে।

ইরান-ইসরায়েল যুদ্ধবিরতি: আসলেই শেষ নাকি ‘বড় যুদ্ধ’ আসন্ন?

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এ ধরনের হামলাকে ‘অপারেশন ব্যাক ফ্যাগ’র অংশ হিসেবে উল্লেখ করেন। হুতিদের কর্মের জন্য চড়া মূল চুকাতে হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

‘ইয়েমেন ও তেহরানের ভাগ্য এক’ মন্তব্য করে তিনি বলেন, তাদের যে-ই ইসরায়েলের ক্ষতি করার চেষ্টা করবে তাকে ক্ষতিগ্রস্ত করা হবে। কেউ ইসরায়েলের বিরুদ্ধে হাত তুললে সেই হাত কেটে ফেলা হবে।

উল্লেখ্য, ২০২৩ সালের অক্টোবর মাসে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইরান–সমর্থিত ইয়েমেনি সশস্ত্র গোষ্ঠী হুতি ইসরায়েল ও লোহিত সাগরের জাহাজে হামলা চালিয়ে আসছে। হুতি বলছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানাতেই এসব হামলা করা হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo