সাতক্ষীরায় মামলার সাক্ষীর বাড়িতে হামলা, স্ত্রীকে কুপিয়ে জখম

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: ভাইকে পিটিয়ে জখম করার অভিযোগে দায়েরকৃত মামলার সাক্ষী হওয়ায় বাড়িতে ভাঙচুর, লুটপাট ও স্ত্রীকে কুপিয়ে জখম করা হয়েছে।

বুধবার (২৫ ডিসেম্বর) সাতক্ষীরার দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের পলগাদা গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর জখম ওই গৃহবধুকে সখিপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জখম হওয়া গৃহবধুর নাম নূরজাহান (৩০)। তিনি পলগাদা গ্রামের আবুল খায়েরের ছেলে।

পলগাদা গ্রামের আবুল খায়ের জানান, একই এলাকার ঘুরনচন্ডি খাল ও দাড়ার খালের নেটপাটা অপসারনে গত ৮ ডিসেম্বর দুপুরে দেবহাটা উপজেলা প্রশসন অভিযান চালায়। অভিযানের আগে খালে নেটপাটা দেখিয়ে দেয়ার অভিযোগে পরদিন সকালে ঘেরের বাসা থেকে ফেরার সময় তার ভাই হারুন অর রশিদকে পিটিয়ে জখম করে তাদের গ্রামের ই্উসুফ সরদারের ছেলে শফিকুল ইসলাম ও শফিকুলের তিন ছেলে সেলিম, ওমর ফারুখ ও মোহাম্মদ আলী। এ ঘটনায় ১০ ডিসেম্বর আদালতে শফিকুলসহ তার তিন ছেলের নাম উল্লেখ করে আদালতে মামলা করে তার ভাই হারুন। আদালত মামলাটি তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন দেবহাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে।

বিষয়টি জানতে পেরে শফিকুল ও তার পরিবারের লোকজন মামলা তুলে নেওয়ার জন্য ভাই হারুনকে ও সাক্ষী না দেয়ার জন্য তাকে (খায়ের) হুমকি ধামকি দিয়ে আসছিল। মামলা তুলতে ও সাক্ষী না দেয়ার জন্য অপারগতা প্রকাশ করায় বুধবার সকাল ৯টার দিকে শফিকুল, তার তিন ছেলে, আবু বক্কর, ওসমান ও ডালিমসহ কয়েকজন সশস্ত্র অবস্থায় তাদের বাড়িতে ঢুকে ভাঙচুর ও লুটপাট চালায়। তাকে না পেয়ে তার স্ত্রী নূরজাহানকে কুপিয়ে জখম করে। খবর পেয়ে তিনি ও তার স্বজনরা নূরজাহানকে উদ্ধার করে সখীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

অবৈধ বিদেশি নাগরিকদের জন্য সময়সীমা বেঁধে দিলো সরকার

অবৈধভাবে বাংলাদেশে অবস্থানকারী বিদেশি নাগরিকদের ২০২৫ সালের ৩১ জানুয়ারির...

অবৈধ অনুপ্রবেশ: বেনাপোল সীমান্তে আটক ১৭

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়ন ৪৯ বিজিবির...

বিয়েতে বিশ্বাসী নন, সম্পর্ক ও রোমান্স করতে চান নায়িকা

তারকাদের প্রেম-বিয়ে সবসময়ই ভক্ত-অনুরাগীদের কাছে আলোচ্য বিষয়। তারকারাও তাদের...

নিখোঁজের একদিন পর বৃদ্ধের লাশ মিললো পুকুরে

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার বেগমগঞ্জ উপজেলা থেকে এক বৃদ্ধের...